Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

হজে গিয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৬৪৫, ভারতীয় শুধু ৯০ জন

ইমামা খাতুন

Published: 20 June, 2024, 02:32 PM
হজে গিয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৬৪৫, ভারতীয় শুধু ৯০ জন

 

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক:  হজযাত্রায় গিয়ে প্রবল গরমের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ল। গত রবিবার পর্যন্ত তথ্য মিলেছিল, প্রায় সাড়ে পাঁচশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেই সংখ্যা এখন ৬৪৫। মৃতদের মধ্যে ৯০ জন ভারতীয়। প্রায় সকলের মৃত্যু হয়েছে তাপপ্র বাহের কারণে। 

Leave a comment