Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

ব্রিটেনে সাধারণ নির্বাচন ৪ জুলাই, বিরাট ব্যবধানে হারবে ঋষি সুনাকের দল বলছে সমীক্ষা

ইমামা খাতুন

Published: 30 June, 2024, 08:41 PM
ব্রিটেনে সাধারণ নির্বাচন ৪ জুলাই, বিরাট ব্যবধানে হারবে ঋষি সুনাকের দল বলছে সমীক্ষা

 

 

 

বিশেষ প্রতিবেদন: ব্রিটেনে সাধারণ নির্বাচন ঘনিয়ে এল পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে ৪ জুলাই ভোট দেবেন ব্রিটিশ ভোটাররা এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিরাট ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো সমীক্ষা অর্থাৎ, ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক! গত ১৪ বছর ধরে ব্রিটেনে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভরা কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে অসন্তুষ্ট হয়ে উঠেছেন, তা সমীক্ষায় স্পষ্ট সমীক্ষা বলছে, এই নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কেয়ার স্টার্মার বিপরীতে, প্রায় ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ব্রিটিশ পার্লামেন্টে আসন রয়েছে মোট ৬৫০টি এর মধ্যে ইংল্যান্ডে ৫৩৩, ওয়েলসে ৪০, স্কটল্যান্ডে ৫৯ এবং উত্তর আয়ারল্যান্ডে রয়েছে ১৮টি আসন ব্রিটেন-ভিত্তিক সংস্থা ইউগভের সাম্প্রতিক সমীক্ষা এবং বিশ্লেষণ বলছে, নির্বাচনে লেবার পার্টি ৪২২ থেকে ৪৫৬টি আসন পেতে পারে, যা হবে দেশটির রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা বিপরীতে, বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি নির্বাচনে তারা ৭২ থেকে সর্বোচ্চ ১৪০টি আসনে জয় পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম সেক্ষেত্রে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা কেয়ার স্টার্মারের নামই উঠে আসছে ঋষি সুনাকের ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা একেবারে কম বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে, ফ্রেঞ্চ সমীক্ষা সংস্থা ইপসসের পূর্বাভাস অনুসারে, ব্রিটেনে নির্বাচনে ৪৫৩ আসনে জিতে ইতিহাস গড়তে চলেছে লেবার পার্টি কনজারভেটিভরা পেতে পারে বড়জোর ১১৫ আসন এই পূর্বাভাস সত্য হলে ১৪ বছর পর ক্ষমতায় ফিরবে লেবার দল

 

Leave a comment