Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত, সাতটি গ্রাম খালি করার নির্দেশ

Puber Kalom

Puber Kalom

Published: 19 May, 2024, 03:34 PM

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের জেগে উঠল আগ্নেয়-দানব মাউন্ট ইবু! আশে পাশের ৭ টি গ্রাম খালি করার নির্দেশ। ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইবু। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, এদিন ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপ হালমোহরাতে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ধূসর ছাই  রঙ্গে ছেয়ে গেছে  আকশ।  আকাশের বুকে ছড়িয়ে থাকা দীর্ঘ ছাইয়ের সারি দেখে আতঙ্কিত নেটিজেনরা। শনিবার আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।  সাম্প্রতিক সময়ের নিরিখে এটাই সর্বোচ্চ উদ্গীরণ বলে জানা যাচ্ছে। 

 

এই বিষয়ে দুর্যোগ প্রশমন সংস্থার আবদুল মুহারী জানান, আশেপাশের গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে পুলিশ, সামরিক এবং অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ দলকে এলাকায় পাঠানো হয়েছে। দুর্যোগ এজেন্সি দ্বারা শেয়ার করা ফটোতে দেখা গেছে কর্তৃপক্ষ বয়স্কদের সহায়তা করছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পিক-আপ ট্রাকে স্থানান্তরিত করা হয়েছে এবং রাতের জন্য জরুরি তাঁবুতে স্থান দেওয়া হয়েছে।  

 

ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইবু। গত বছর ২১ হাজারেরও বেশিবার অগ্ন্যুৎপাত হয়েছিল এই আগ্নেয়গিরি থেকে। দিনে গড়ে অন্তত ৫৮ বার লাভা বেরিয়ে আসতে দেখা গিয়েছিল আগ্নেয়গিরির মুখ থেকে। এবার ফের নতুন করে আতঙ্ক ছড়াল মাউন্ট ইবু। এদিকে একটানা ভারী বর্ষণে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে। একদিকে যেমন অতিবৃষ্টি হয়েছে, অন্যদিকে জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট মারাপি থেকে ঠান্ডা লাভাস্রোতে বিপর্যস্ত হয়েছে ওই এলাকা।

Leave a comment