Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

ইরানের মসনদে কে? নতুন প্রেসিডেন্ট বাছতে ভোট দিল জনতা

ইমামা খাতুন

Published: 28 June, 2024, 08:18 PM
ইরানের মসনদে কে? নতুন প্রেসিডেন্ট বাছতে ভোট দিল জনতা

 

 

 

তেহরান, ২৮ জুন: সাইয়্যেদ ইব্রাহিম রাইসির মৃত্যু পর ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হল নিয়ে মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভোটই দিলেন ইরানিরা এর আগে মার্চ দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ১৯ মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল  শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেভ্যুলশনারি গার্ড বাহিনীর প্রাক্তন প্রধান বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সাইদ জালিলি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোর মহম্মদি সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান এদের মধ্যে বাঘের ঘালিবাফ সাইদ জালিলি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভোটগ্রহণের পর ব্যালটগুলো ম্যানুয়ালি গণনা করা হবে, তাই চূড়ান্ত ফলাফল আগামী দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে যদিও প্রাথমিক ফলাফলের পরিসংখ্যান আগেই জানা যেতে পারে এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যদি দেখা যায়, কোনও প্রার্থীই কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জিততে পারেনি, তবে রান-অফ রাউন্ডের ভোট হবে নিয়ম অনুযায়ী, শীর্ষ দুই প্রার্থীর মধ্যে এই ভোট অনুষ্ঠিত হবে নির্বাচনের একদিন আগে আমির হোসেন হাশেমি আলি রেজা জাকিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন

 

ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী প্রচার চালান প্রার্থীরা  এবার তাঁরা গুরুত্ব দিয়েছেন অর্থনৈতিক সংস্কার, মুদ্রাস্ফীতি কমানো বিদেশনীতির ওপর বিভিন্ন সমীক্ষায় জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন, মহম্মদ বাগের ঘালিবাফ, সাইয়েদ জালিলি মাসুদ পেজেশকিয়ান বাস্তববাদী কট্টর অবস্থানের জন্য পরিচিত ইরানের বিপ্লবী গার্ডের প্রাক্তন কমান্ডার ৬২ বছরের ঘালিবাফ আগে বার প্রার্থী হয়ে দুবার হেরে যান বর্তমানে পার্লামেন্টের স্পিকার ঘালিবাফ, তেহরানের মেয়র হিসেবে রেকর্ড ১২ বছর দায়িত্ব পালন করেছেন এদিকে, ইরানের প্রাক্তন মেয়র ৫৮ বছরের সাইদ জালিলি, আগে দুবার প্রেসিডেন্ট পদে লড়েছেন এর মধ্যে ২০২১ সালে তিনি ইব্রাহিম রাইসিকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছিলেন নির্বাচনে একমাত্র মধ্যপন্থী প্রার্থী তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হলেন ৭০ বছরের মাসুদ পেজেশকিয়ান বারের সাংসদ পেজেশকিয়ান, দুর্নীতির বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করে পরিচিতি পান ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি পেজেশকিয়ানকে পশ্চিমা ঘেঁষা নেতা হিসাবে দেখা হয়

শুক্রবার ভোটগ্রহণ শুরুর প্রথম প্রহরেই ভোট প্রদান করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি নিজের ভোট ব্যালট বাক্সে ফেলার পর সর্বোচ্চ নেতা উপস্থিত সাংবাদিকেদর উদ্দেশে বলেন, ‘নির্বাচন একটি আনন্দের দিন কারণ, এদিন জনগণ আগামী কয়েক বছরের জন্য তাদের সরকার প্রধানকে নির্বাচন করবেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিমত্তা সম্মান এই নির্বাচনের ওপর নির্ভর করছেতিনি সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে তাঁদের রায় প্রদানের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আশা করব ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন ভোট প্রদান এমন একটি কাজ যার জন্য কোনও অর্থ খরচ করতে হয় না কিন্তু এর মাধ্যমে অনেক সুফল পাওয়া যায় যে কাজে খরচ নেই কিন্তু অনেক সুফল তা থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ নয়আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতেই বিদেশনীতি, পরমাণু নীতি সরকারের বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ, সামরিক, গণমাধ্যম বিভিন্ন আর্থিক সম্পদের বিষয়ে সর্বোচ্চ নেতাই চূড়ান্ত সিদ্ধান্ত দেন

 

 

Leave a comment