Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়া থেকে বিরত রাখুন: চিঠি দিলেন ইসরাইলের শীর্ষ ব্যক্তিরা

Kibria Ansary

Published: 26 June, 2024, 10:53 PM
নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়া থেকে বিরত রাখুন: চিঠি দিলেন ইসরাইলের শীর্ষ ব্যক্তিরা

তেল আবিব, ২৬ জুন: মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। আগামী ২৪ জুলাই তিনি ভাষণ দেবেন। তাঁকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানালেন তেল আবিবের ছয় শীর্ষ ব্যক্তিত্ব। আলজাজিরা জানিয়েছে, ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাকসহ প্রাক্তন মোসাদ প্রধান তামির পার্দো এবং আরও চারজন রাজনৈতিক ব্যক্তিত্ব মিলে চিঠিটি প্রকাশ করেছেন। চিঠিতে মার্কিন কংগ্রেসে যাতে নেতানিয়াহু বক্তব্য দিতে না পারেন তার জন্য আবেদন জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, 'তাকে আমন্ত্রণ জানিয়ে কংগ্রেস একটি ভয়ানক ভুল করেছে। ওয়াশিংটনে নেতানিয়াহুর উপস্থিতি ইসরাইল রাষ্ট্র ও তার জনগণের প্রতিনিধিত্ব করবে না। তার এই ভাষণ আমাদের দেশের প্রতি তার সমালোচনামূলক এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে তুলে ধরবে। কারণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষ করতে ও বন্দিদের মুক্ত করতে কার্যকর কোন পরিকল্পনা দিতে পারেননি।' এই দুই ইস্যু সমাধান করার শর্ত হিসেবে তাকে কংগ্রেসে ভাষণ দেওয়ার অনুমোদন দেওয়া উচিত ছিল বলেও জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি ইসরাইলে নতুন নির্বাচন দেওয়ার কথাও বলা হয় চিঠিতে।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Stop Netanyahu from addressing US Congress Top Israelis write

Leave a comment