Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

ভারতে বেড়েছে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ: নয়াদিল্লির তীব্র সমালোচনা করল মার্কিন যুক্তরাষ্ট্র

Kibria Ansary

Published: 27 June, 2024, 10:50 PM
ভারতে বেড়েছে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ: নয়াদিল্লির তীব্র সমালোচনা করল মার্কিন যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২৭ জুন: ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারতের তীব্র সমালোচনা করল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে ধর্মান্তরবিরোধী আইন, ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ এবং সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও উপসনালয় ভেঙে দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ জানাল ওয়াশিংটন। এছাড়া বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইহুদি ও মুসলিমবিদ্বেষ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

গত বুধবার ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বার্ষিক এক রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন বিদেশ মন্ত্রক। মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, 'গাজা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রেও ইহুদি ও মুসলিমবিদ্বেষ ব্যাপকভাবে বেড়েছে।' ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ভারতে সংখ্যালঘু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের জন্য ধর্মান্তরবিরোধী আইন, ভিন্ন ধর্মের মানুষের প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য, বাড়ি-ঘর ও উপাসনালয় ধ্বংস অনেক বেড়েছে।’

এসব ঘটনার সঙ্গে ভারতের পুলিশের সংশ্লিষ্টতাকেও দায়ী করেছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ রাশাদ হুসাইন। তিনি বলেন, ভারতে খ্রিষ্টান সম্প্রদায় জানিয়েছে যে, ধর্মান্তরের অভিযোগ এনে তাদের প্রার্থনায় বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর বিক্ষুব্ধ সেই জনতাকে সহায়তা করেছে স্থানীয় পুলিশ। তিনি আরও বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর জনতার হামলার সময় পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল। তারপর ধর্ম পরিবর্তনের অভিযোগ এনে ভুক্তভোগীদেরই গ্রেফতার করা হয়।

ভারতের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানসহ তালিকার বেশ কয়েকটি দেশ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ধর্ম অবমাননা সংক্রান্ত আইনগুলোর নিন্দা জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। রিপোর্টে বলা হয়েছে, এসব আইন পাকিস্তানে অসহিষ্ণুতা ও ঘৃণাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এর জেরে ঘটতে পারে সহিংস ঘটনা।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Hatred per minority Hatred against minorities increased in India US strongly criticized New Delhi

Leave a comment