Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

১৫০ স্বজন হারিয়েও  হজ করলেন মাইশা

ইমামা খাতুন

Published: 19 June, 2024, 08:40 PM
১৫০ স্বজন হারিয়েও  হজ করলেন মাইশা

 

মক্কা, ১৯ জুন: ফিলিস্তিনের নারী মাইশা হাসান। গাজায় ইসরাইলি হামলায় পরিবারের সদস্য ও আত্মীয় মিলে প্রায় ১৫০ জনকে হারিয়েছেন তিনি। শতাধিক স্বজন হারানোর কষ্টে প্রথমে পাথর হয়ে গিয়েছিলেন মাইশা। কিন্তু সউদি আরবের বাদশাহর আমন্ত্রণে পবিত্র হজ পালন করেছেন তিনি। এতে স্বস্তি ও শান্তি পেয়েছেন। আগের থেকে অনেকটাই কষ্ট কমে এসেছে তাঁর। সউদি আরবের বাদশা সালমানের আমন্ত্রণে কয়েক হাজার ফিলিস্তিনি এবার হজ করার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে অন্যতম হলেন মাইশা।  মাইশা জানান, তাদের বাড়িতে বোমা ফেলেছিল ইসরাইল। এতেই এত সংখ্যক স্বজনের প্রাণহানি হয়েছে। বাড়িটিও মাটির সঙ্গে মিশে গেছে। বর্তমানে মাইশা হাসান গাজার দক্ষিণাঞ্চলের একজন শরণার্থী। সেখানে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। টিভির খবর থেকেই শতাধিক স্বজনের মৃত্যু সম্পর্কে জানতে পারেন। এদের মধ্যে মাত্র ২৫ জনের দাফন হয়েছে। বাকিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তাদেরকে এখনও উদ্ধার করা যায়নি। এবছর পবিত্র হজ পালনের পর স্বজন হারানোর বেদনা কিছুটা কমেছে বলে জানান মাইশা। তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন। হজে গিয়ে ইসরাইলি নৃশংসতার বিচার চেয়েছেন। প্রসঙ্গত, এ বছর প্রায় ২,০০০ ফিলিস্তিনি হজ পালন করেছেন। এর মধ্যে ১,০০০জন হলেন গাজার সেই পরিবারগুলির সদস্য, যারা ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। 


 

Leave a comment