Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

হিট স্ট্রোকে ৫৭৭ জন হজযাত্রীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০০

Bipasha Chakraborty

Published: 19 June, 2024, 02:13 PM
হিট স্ট্রোকে ৫৭৭ জন হজযাত্রীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০০

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  গোটা দেশের একাংশজুড়েই চলছে তীব্র দাবদহ। আসব, আসব করেও বৃষ্টির দেখা নেই। এই প্রবল তাপপ্রবাহে ৫৫০জনের বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। কমপক্ষে ৫৭৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আবার অনেক হজ যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁরা কি অবস্থায় আছে তার কোনও হদিশ নেই।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, সোমবার মক্কার বড় মসজিদে ছায়ার মধ্যে তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি মিশর থেকে আসা হজযাত্রী ৩২৩ জন। এর বাইরে মৃতদের তালিকায় জর্ডন, ইন্দোনেশিয়া, ইরান এবং সেনেগালের হজযাত্রীরাও রয়েছেন। মক্কার বৃহত্তম হাসপাতাল আল মুয়াইসেমের মর্গে সব মৃতদের লাশ রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, মৃত হজযাত্রীদের মধ্যে ৫৭৫ জনই মারা গেছেন হিটস্ট্রোক ও গরমজনিত অন্যান্য শারীরিক সমস্যায়। বাকি ২ জন মারা গেছেন পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে। হিটস্ট্রোক, জ্বর ও অন্যান্য গরম জনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল মুয়াইসেম হাসপাতালে বর্তমানে ২ হাজারেরও বেশি হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

গত ৩০ বছরে হজ যাত্রায় গিয়ে মৃত্যুর ঘটনা কম ঘটেনি। কখনও পদপিষ্ট হয়ে, কখনও তাঁবুতে আগুন লেগে গিয়ে বহু হজ যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এবছরের হজ যাত্রা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। তারপর থেকেই তাপমাত্রা হু হু করে বেড়েছে।

হজ যাত্রীরা অবশ্য মনে করেন, পথ যতই কঠিন হোক না কেন, পূণ্য অর্জনে হজে যেতে হবে সব বাধা অতিক্রম করে। সৌদি আরবের প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, ছাতা ব্যবহার করতে হবে, রোদ থেকে দূরে থাকতে হবে।

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপে এবারের ভোগান্তী পোহাতে হচ্ছে হজযাত্রীদের গত মাসে প্রকাশিত একটি সৌদি সমীক্ষায় দেখা যায়, তাপমাত্রা প্রতি দশকে শুন্য দশমিক ডিগ্রি সেলসিয়াস (.৭২ ডিগ্রি ফারেনহাইট) হারে বৃদ্ধি পাচ্ছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ডিগ্রি সেলসিয়াস এর আগে মঙ্গলবার, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে কায়রো হজের সময় নিখোঁজ মিশরীয়দের জন্য অনুসন্ধান অভিযানে সৌদি কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে কাজ করছে সৌদি কর্তৃপক্ষ তাপের প্রভাবে ভুগছেন এমন ,০০০ টিরও বেশি হজযাত্রীর চিকিৎসার কথা জানিয়েছে কিন্তু গত রবিবার থেকে নয়া তথ্য দেওয়া হয়নি।

গত বছর বিভিন্ন দেশ অন্তত ২৪০ জনের মৃত্যুর খবর ছিল, যাদের অধিকাংশই ইন্দোনেশিয়ান

মক্কার বাইরে মিনায় স্বেচ্ছাসেবকরা   হজযাত্রীদের জল সরবরাহ করে তাদের ঠান্ডা রাখতে সাহায্য করেন  ঠান্ডা পানীয় এবং চকোলেট আইসক্রিম দিয়ে তাদের সুস্থ রাখার চেষ্টা করেন

 সৌদি কর্তৃপক্ষের মতে, প্রায় ১৮ লাখ হজযাত্রী এই বছর হজে অংশ নিয়েছেন, তাদের মধ্যে ১৬ লাখ সোদির বাহিন থেকে গিয়েছেন 

সৌদি আরব গ্রীষ্ম প্রধান মরু অঞ্চল। গরমের সময় গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত কয়েক দিন ধরে দেশটির দৈনিক তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে।

 

 

 

 

Leave a comment