Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

পাকিস্তানে তীব্র গরমে ছয় দিনে ৫০০-র বেশি মানুষের মৃত্যু

ইমামা খাতুন

Published: 27 June, 2024, 08:45 PM
পাকিস্তানে তীব্র গরমে ছয় দিনে ৫০০-র বেশি মানুষের মৃত্যু

 

ইসলামাবাদ, ২৭ জুন:  পাকিস্তানের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। দ্য ইদি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, সাধারণত করাচিতে প্রতিদিন ৩০ থেকে ৪০ জনের মৃতদেহ মর্গে নিয়ে যাচ্ছে তারা। কিন্তু গত ছয় দিনে তারা ৫৬৮টি লাশ সংগ্রহ করেছে এবং এর মধ্যে শুধু মঙ্গলবারই ছিল ১৪১টি। তবে প্রতিটি মৃত্যুর কারণ সম্পর্কে আলাদা করে এখনি পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। 
করাচির তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি পেরিয়ে যায়, তখন অতিরিক্ত আদ্রতার কারণে সেটি ৪৯ ডিগ্রির মতো অনুভূত হয়,আর সে সময়ই মৃতের সংখ্যা বাড়তে থাকে বলে সেখানকার বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে। করাচি সিভিল হাসপাতাল জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত সময়ের মধ্যে ২৬৭ জন মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান সারওয়ার শেখ জানিয়েছেন, এর মধ্যে ১২ জন মারা গেছেন।

আমরা দেখছি হাসপাতালে যারা আসছেন, তাদের বেশিরভাগই ৬০-৭০ বছর বয়সী। যদিও কয়েকজন ছিলেন ৪৫ বছর, আর দুজনের বয়স ছিল বিশের কোঠায়, বিবিসিকে জানিয়েছেন ডা. শেখ। যারা  হাসপাতালে আসছেন সাধারণত তাদের যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তা হলো বমি, ডায়রিয়া ও তীব্র জ্বর।
একজন আবহাওয়াবিদ এই উচ্চ তাপমাত্রাকে ‘আংশিক দাবদাহ’ হিসেবে বর্ণনা করেছেন, যা সাপ্তাহিক ছুটির দিন থেকে শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মানুষকে কিছুটা পরিত্রাণ দিতে ‘হিটওয়েভ সেন্টার ও ক্যাম্প’ খোলা হয়েছে নানা জায়গায়। 

বিভিন্ন সড়কে শরীর ঠাণ্ডা করতে শিশুরা পানির ফোয়ারার মধ্যে নেমে পড়ছে। উচ্চ তাপমাত্রার সাথে মানিয়ে নিতে এই মূহুর্তে বেশ সংগ্রাম করছে করাচি শহর। এর মধ্যে প্রতিদিনকার লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট নিয়েও অনেকেই ভীত। 

কারণ অনেকেই একটু শীতল বাতাসের জন্য ফ্যান বা এসি চালান। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের প্রতিবেশী দেশ অর্থাৎ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও তাপমাত্রা মারাত্মক আকার ধারণ করেছিল। সারা  বিশ্ব জুড়েই এটা হচ্ছে। ইউরোপ জুড়েও হচ্ছে। বিশেষজ্ঞরাও অনেকে বলে থাকেন যে জলবায়ু পরিবর্তনের জন্যই আবহাওয়া মাঝে মধ্যে এমন রুক্ষ হয়ে উঠছে। 

Leave a comment