Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

ইরানে ভোট গণনা: এগিয়ে আছেন খামেনির ঘনিষ্ঠ নেতা সাইদ জালিলি

Kibria Ansary

Published: 29 June, 2024, 08:55 PM
ইরানে ভোট গণনা: এগিয়ে আছেন খামেনির ঘনিষ্ঠ নেতা সাইদ জালিলি

তেহরান, ২৯ জুন: শুক্রবার সম্পূর্ণ হয়েছে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার ভোটের ফল ঘোষণার কথা রয়েছে। তবে এবারের নির্বাচনে কোনো প্রার্থী জয়ের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই বলে ইরানের সংবাদমাধ্যমের খবরে আভাস দেয়া হচ্ছে। ফলে দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে। দীর্ঘ ১৬ ঘণ্টা ভোটগ্রহণ শেষে গভীর রাতে শুরু হয় ভোট গণনার কাজ। ভোট গ্রহণ শেষ হতে সময় বেশি লাগায় ফলাফল ঘোষণা হতেও বিলম্ব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ভোট গণনায় পাওয়া ফল অনুযায়ী কট্টরপন্থি প্রার্থী সাইদ জালিলি এগিয়ে আছেন। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
 
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন এসলামি বলেন, এখন পর্যন্ত ১ কোটি ৩ লাখের বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে জালিলি পেয়েছেন ৪২ লাখ ৬০ হাজার ভোট। সংস্কারপন্থি প্রতিদ্বন্দ্বী ও আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান প্রায় ৪২ লাখ ৪০ হাজার ভোট পেয়েছেন। কট্টরপন্থি প্রার্থী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পেয়েছেন ১৩ লাখ ৮০ হাজার ভোট। আরেক কট্টরপন্থি মোস্তফা পুরমোহাম্মদি পেয়েছেন ৮০ হাজারের বেশি ভোট। এবারের নির্বাচনে জালিলি এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের মধ্যে মূল লড়াই হচ্ছে।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Vote counting in Iran Saeed Jalili a leader close to Khamenei is ahead

Leave a comment