Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু: বললেন শেখ হাসিনা

Kibria Ansary

Published: 26 June, 2024, 06:32 PM
ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু: বললেন শেখ হাসিনা

ঢাকা, ২৬ জুন: ভারতকে দুঃসময়ের বন্ধু বলে মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি চিন থেকে শেখার আছে বলেও মতব্যক্ত করলেন তিনি। গতকাল মঙ্গলবার বাংলাদেশের গণভবনে ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। হাসিনা বলেন, 'দেশের উন্নয়নে কার সঙ্গে কতটুকু বন্ধুত্ব দরকার, সেটা করে যাচ্ছে সরকার। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।' এরপরই ভারত সম্পর্কে বঙ্গবন্ধু কন্যার বক্তব্য, ‘ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু। আবার চিন যেভাবে নিজেদের উন্নত করেছে, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। সেগুলো সামনে রেখে সম্পর্ক বজায় রেখে যাচ্ছি। আমি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’ চিন সফর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চিন আমাকে দাওয়াত দিয়েছে, আমি চিনে যাব। আমি যাব না কেন? বাংলাদেশ সার্বভৌম দেশ। সবার সঙ্গে বন্ধুত্ব নিয়েই চলব। কার কী ঝগড়া, সেটা তাদের সঙ্গে থাক। আমার না। দেশের মানুষের কতটুকু উন্নতি করতে পারি, সেটাই আমার লক্ষ্য।’

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

India is our friend dire times said Sheikh Hasina

Leave a comment