Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

ভারতীয় যুবককে গুলি করে হত্যা আমেরিকায়

Kibria Ansary

Published: 24 June, 2024, 09:11 PM
ভারতীয় যুবককে গুলি করে হত্যা আমেরিকায়

ওয়াশিংটন, ২৪ জুন: ফের ভারতীয় যুবককে গুলি করে হত্যা করা হল মার্কিন যুক্তরাষ্ট্রে। মৃতের নাম দাসারি গোপীকৃষ্ণ (৩২)। গত শুক্রবার (২১ জুন) ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশন দোকানে ডাকাতির সময় তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত গোপীকৃষ্ণ মাত্র আট মাস আগে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। জানা গেছে, গোপীকৃষ্ণ ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশন সুবিধাভোগী দোকানে ডাকাতির সময় গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন চলাকালীন গত রবিবার তার মৃত্যু হয়।
 এদিকে হিউস্টনের ভারতের কনসাল জেনারেল ডি সি মঞ্জুনাথ গোপীকৃষ্ণের হত্যার ঘটনা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনাটি আরকানসাসের বন্দুক হামলার সঙ্গে সম্পর্কিত নয় বলে জানিয়েছেন কনসাল জেনারেল। তিনি বলেন, ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশনের দোকানে ডাকাতির ঘটনায় ভারতীয় নাগরিক দাসারি গোপীকৃষ্ণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Indian youth shot dead in America

Leave a comment