Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

হজে মৃতের সংখ্যা ছড়াল ৯০০ তে, অর্ধেকের বেশি মিশরীয়

ইমামা খাতুন

Published: 20 June, 2024, 03:36 PM
হজে মৃতের সংখ্যা ছড়াল ৯০০ তে, অর্ধেকের বেশি মিশরীয়

পুবের কলম,ওয়েবডেস্ক: সউদি আরবে চলমান তীব্র তাপদাহে এখন পর্যন্ত ৯২২ জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সেইসঙ্গে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।  জানা গেছে, মৃতদের অধিকাংশই মিশরীয়। ভারতেরই রয়েছে ৯০-এর অধিক। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।মিশর ছাড়াও জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায়। 

Leave a comment