Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কনসার্ট লন্ডনে

ইমামা খাতুন

Published: 23 June, 2024, 08:16 PM
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কনসার্ট লন্ডনে

 

 

 

 

লন্ডন, ২৩ জুন: লন্ডনের সেন্ট প্যানক্রাস চার্চে কিংবদন্তি সঙ্গীতশিল্পী রজার ওয়াটার্স এবং ইউসুফ ইসলাম (ক্যাট স্টিভেনস) রাপ গায়ক লোকির সঙ্গে একটি কনসার্ট করেছেন এই কনসার্ট ছিল সম্পূর্ণ ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ফিলিস্তিনিদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়েই গানের অনুষ্ঠানটির আয়োজন করা হয় গাজা অধিকৃত অঞ্চলের সংগ্রামকে তুলে ধরে আবেগপ্রবণ সঙ্গীত পরিবেশন  বক্তৃতা দেন বিশ্বখ্যাত শিল্পীরা সক্রিয়তা   বাদ্যযন্ত্রের সুরে মর্মস্পর্শী ভাষ্যের জন্য পরিচিত রজার ওয়াটার্স উইস ইউ ওয়্যার হেয়ারগানটি শ্রোতাদের গেয়ে শোনান তবে গানটিকে তিনি নতুন সুর কথা দিয়ে ফিলিস্তিনের সঙ্গীতে পরিণত করেন দর্শকদের উদ্দেশে ওয়াটার্স বলেন, ‘আমি নিশ্চিত আপনাদের মতো অনেকেই আমার মতো কান্না নিয়ে বেঁচে আমরা সেই অস্বস্তিকর প্রান্তে, কান্নার দ্বারপ্রান্তে বাস করি কারণ আমরা গাজা ফিলিস্তিনের অন্যান্য অধিকৃত অঞ্চলে আমাদের ভাই বোনদের জন্য সহানুভূতি অনুভব করিতিনি আরও বলেন, ‘মানুষ হয়তো ভাবে উইস ইউ ওয়্যার হেয়ার গানটি আমার শৈশবের মৃত বন্ধুর জন্য একটি বিলাপ অনেক সময় তা নয়, আজ রাতে অন্তত নয় আজ এটি ফিলিস্তিনের জন্য কনসার্টে ব্রিটিশ সঙ্গীতশিল্পী ইউসুফ ইসলাম গাজার শিশুদের নিয়ে কথা বলেন তাঁর কথায়, ‘ওরা সবচেয়ে মাসুম, সবচেয়ে খাঁটি, ওদের সঙ্গে যা ঘটছে তা ওদের প্রাপ্য নয়নিরীহদের জীবন রক্ষায় নৈতিক অপরিহার্যতার ওপর জোর দেন ইউসুফ বলেন, ‘একটি কথা আছে যে, কেউ যদি একটি নিরপরাধ আত্মাকে হত্যা করে, তাহলে সমস্ত মানবতাকে হত্যা করা হয় শিশুদের চেয়ে নিরপরাধ আর কে আছে?’

Leave a comment