Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

গাজায় ২৪ ঘণ্টায় নিহত শতাধিক

ইমামা খাতুন

Published: 23 June, 2024, 08:53 PM
গাজায় ২৪ ঘণ্টায়  নিহত শতাধিক

 

 

গাজা, ২৩ জুন: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ইসরাইলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৩৭ হাজার ৫০০ ছাড়িয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজার ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৬৯ ফিলিস্তিনি। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য মতে, ইসরাইলি সেনার হামলায় এখনও পর্যন্ত ৮৫ হাজার ৯১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী এবং শিশু। ইসরাইলের হামলায় যেসকল স্থাপনা ধ্বংস হয়েছে সেগুলোর নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছে। এছাড়া ইসরাইলি অবরোধের ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধার করা যাচ্ছে না। এমন অবস্থায় জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংঘ। কিন্তু এতে কর্ণপাত করছে না ইসরাইল। গাজায় প্রতিদিন নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। হামাসকে ধ্বংস করতে গিয়ে তারা কয়েক হাজার নারী ও শিশুকে হত্যা করেছে। এই সংঘাতে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকায় পর্যাপ্ত খাদ্যের অভাবে বহু শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে।

Leave a comment