Sat, October 5, 2024

ই-পেপার দেখুন

ইসরাইলের শীর্ষ নেতাদের খতম করার পরিকল্পনা! ইরানের ‘হিট লিস্টে’ ‘যুদ্ধবাজ’ নেতানিয়াহু

ইমামা খাতুন

Published: 04 October, 2024, 08:52 PM
ইসরাইলের শীর্ষ নেতাদের খতম করার পরিকল্পনা!  ইরানের ‘হিট লিস্টে’ ‘যুদ্ধবাজ’ নেতানিয়াহু

তেহরান, ৪ অক্টোবর: লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসারুল্লাহর হত্যাকাণ্ডের পরই মুখোমুখি অবস্থানে ইরান ও ইসরাইল। ইতিমধ্যেই ইসরাইলকে লক্ষ করে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনা। পালটা ইরানকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুঙ্কার দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই হামলা-পালটা হামলার হুমকিতে রীতিমতো কাঁপছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের দামামার মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে ইরান সরকারের প্রস্তুত করা ‘হিট লিস্ট’। আর সেই তালিকার শীর্ষে রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম। দুই নম্বরে রয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের নাম। তিনে রয়েছেন ইসরাইলি সেনাপ্রধান হারজি হালেভি। হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহর মৃত্যুর পরই ইসরাইলের সম্ভাব্য হামলা থেকে বাঁচাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়। তাতে দাবি করা হয়, ইরানের প্রধান ধর্মীয় নেতাকে হত্যার ছক কষছে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ। আর ওই খবর প্রকাশের পালটা জবাব দিতে মঙ্গলবার রাতে ইসরাইলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ৪০০ মিসাইল ছোড়ে ইরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইসরাইলের বাসিন্দারা প্রাণ ভয়ে ছোটাছুটি করতে থাকেন। প্রাণভয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু-সহ গোটা মন্ত্রিসভা মাটির তলায় বাঙ্কারে আশ্রয় নেয়। ওই মিসাইল হামলার পর ইরান-ইসরাইল সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ইসরাইল হুমকি দিয়েছে, ইরানের মিসাইল হামলার জবাবে তারাও যেকোনও সময় পালটা হামলা চালাবে। দুই দেশের মধ্যে সংঘাত যখন তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইরান সরকারের তৈরি করা ‘হিট লিস্ট’। ওই তালিকায় শীর্ষেই রয়েছে ‘যুদ্ধাপরাধী’ ও ‘মানবতার শত্রু’ ইসরাইলের বেঞ্জামিন নেতানিয়াহুর নাম। ইরানের গোয়েন্দা সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘ইসরাইলের শীর্ষ নেতাদের ‘খতম’ করতে এবার হামলা চালানো হতে পারে। এই খবর প্রচার পেতেই ইসরাইলের শীর্ষ নেতা-মন্ত্রীরা নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

 


 


Leave a comment