Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

জলবায়ু বদল: টানা ১৭ বছর বসন্ত ও শীতে হবে হজ, জানাল সউদি আরব

ইমামা খাতুন

Published: 20 June, 2024, 02:19 PM
জলবায়ু বদল: টানা ১৭ বছর বসন্ত ও শীতে হবে হজ, জানাল সউদি আরব


রিয়াধ, ১৯ জুন: চলতি বছর পবিত্র হজে হিটওয়েভ চলেছে। মক্কা-মদিনায় ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই হজ পালন করেছেন বিশ্বের ১৮ লক্ষেরও বেশি হাজি। বিভিন্ন মিডিয়ায় প্রকাশ, হজে তাপপ্রবাহসহ আরও বিভিন্ন কারণে এ বছর অন্তত ৫৫০ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরইমধ্যে নতুন ঋতুতে হজের ঘোষণার করেছে সউদি আরব। দেশটি জানিয়েছে, আগামী বছর গ্রীষ্মকালের সর্বশেষ হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৬ সাল থেকে টানা ১৭ বছর বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন সউদি আরবের ন্যাশনাল মিটিওরোলজিক্যাল সেন্টারের (এনএমসি) মুখপাত্র হুসেইন আল-কাহতানি। আল-কাহতানি বলেন, ‘২০২৬ সালের মধ্যেই হজ মরসুম জলবায়ু পরিবর্তনের নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। এরপর আগামী ১৭ বছরের জন্য আমরা গ্রীষ্মকালীন হজকে বিদায় জানাব।’ তিনি আরও বলেন, ‘২০২৬ সাল থেকে টানা আট বছর বসন্তকালে হজ অনুষ্ঠিত হবে। এরপর আরও আট বছর শীতকালে হজ অনুষ্ঠিত হবে। সর্বমোট ১৬ বছরের জন্য আমরা গ্রীষ্মকালের হজকে বিদায় জানাব।’ এদিকে সউদি শুরা কাউন্সিলের সদস্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ড. মনসুর আল-মাজরুই জানান, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে গ্রীষ্মকালেই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপর থেকে ১৬ বছর ধরে বসন্ত ও শীতকালে হবে পবিত্র হজ। আল-মাজরুই আরও জানান, ১৪৫৪ হিজরি সাল থেকে হজ হবে শীতকালে। এরপর ১৪৬২ হিজরি সাল থেকে ১৪৬৯ হিজরি সাল পর্যন্ত শরতকালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপর ১৪৭০ হিজরি সালে পুনরায় গ্রীষ্মকালে পবিত্র হজ প্রবেশ করবে ও ৯ বছর পর্যন্ত তা গ্রীষ্মেই অনুষ্ঠিত হবে।
 

Leave a comment