Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

সফল হজ ২০২৪: সংক্রমণ  বা রোগের কোনও খবর নেই

ইমামা খাতুন

Published: 19 June, 2024, 08:37 PM
সফল হজ ২০২৪: সংক্রমণ  বা রোগের কোনও খবর নেই

 

রিয়াধ, ১৯ জুন: সউদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহদ আল-জালাজিল বলেছেন, ২০২৪ সালের হজ নিয়ে রাষ্ট্রের সব পরিকল্পনা সফল হয়েছে। এবছর হজে কোনও রোগ বা সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মেলেনি, জনস্বাস্থ্যের সব দিকই সুরক্ষিত থেকেছে।

এক প্রেস বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আল্লাহকে শুকরিয়া, দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষের অটুট সমর্থন ও ক্রাউন্স প্রিন্স বিন সালমানের নজরদারিতে এ বছরের হজ মরসুমে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত সব ধরনের পরিকল্পনা সফল হয়েছে।’

হাজিদের মধ্যে কোনও রোগ বা সংক্রমণ না ছড়ানোর ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন আল-জালাজিল। তিনি আরও জানান, এ বছরের তীব্র গরম  হাজিদের জন্য ঝুঁকি তৈরি করলেও মন্ত্রকের অত্যাধুনিক পরিষেবা থেকে সকলেই উপকৃত হয়েছেন।

হজযাত্রীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ১৮৯টি সুসজ্জিত হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং ভ্রাম্যমাণ ক্লিনিক কাজে লেগেছে। সব মিলিয়ে রোগীদের জন্য ৬,৫০০ শয্যা ও ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবক ছিলেন। পাশাপাশি ছিল ৩৭০টিরও বেশি অ্যাম্বুলেন্স ও ৭টি এয়ার অ্যাম্বুলেন্স। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এবছর অন্তত ৩ লক্ষ ৯০ হাজিকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে।

অন্তত ২৮টি ওপেন হার্ট সার্জারি, ৭২০টি কার্ডিয়াক ক্যাথেরাইজেশন ও ১,১৬৯টি ডায়ালিসিস হয়েছে হজ চলাকালীন। জানা গেছে, সেহা ভার্চুয়াল হাসপাতালের মাধ্যমে ৫,৮০০রও বেশি হাজি স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ পেয়েছেন।
 

Leave a comment