Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

নেপালে নিষিদ্ধ ভারতের অ্যান্টিবায়োটিক ইনঞ্জেকশন

আবুল খায়ের

Published: 19 June, 2024, 09:30 PM
নেপালে নিষিদ্ধ ভারতের অ্যান্টিবায়োটিক ইনঞ্জেকশন

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভারতে উৎপাদিত ওষুধ বিক্রি ও বিতরণে নিষেধাজ্ঞা জারি করল নেপাল এই বিষয়ে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রকের অধীনে থাকা ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন বিভাগ একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশটি সংশ্লিষ্ট বিভাগ তাদের ওয়েব সাইটে আপলোড করেছে

জানা গেছে, ভারতে জাইডাস দ্বারা উৎপাদিত বায়োট্যাক্স আইজিএম ওষুধের একটি নির্দিষ্ট ব্যাচের বিক্রয় এবং বিতরণ স্থগিত করা হয়েছে নেপালের ড্রাগ অ্যাডমিনস্ট্রেশনের আধিকারিক প্রমোদ কেসি সংবাদ মাধ্যমকে জানান,ওষুধের প্যাকেজিং দেওয়া তথ্যে কিছু ভুল হচ্ছে আমরা তদন্ত করে দেখছি রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেব

 বাজারে নজরদারি করার সময়ে সংগ্রহ করা নমুনাগুলি জাতীয় ওষুধ পরীক্ষাগার দ্বারা পরীক্ষা করার পরে এবং বর্নানার ক্ষেত্রে পণ্যের স্পেসিফিকেশন মেনে চলা হয়নি বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বায়োট্যাক্স আইজিএম হল একটি ইনজেকশন প্রস্তুতকারী ফার্ম তাদের একটি অ্যান্টিবায়োটিক যার ব্যাচ নং এফ৩০০৪৬০ যার উৎপাদন তারিখ ৫ এপ্রিল ২০২৩ এবং মেয়াদ শেষ হবে ২০২৫ সালের এপ্রিলে এই ইনজেকশানটি নেপালে আমদানি করেছিল কাঠমাণ্ডুর ডিকেএম ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা আর এটি উৎপাদন করেছিল দমনের জাইডাস হেলথ কেয়ার লিমিটেড

  

 

 

 

Leave a comment