Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

পাঁচ লক্ষ অভিবাসীকে বৈধতা  দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের!

ইমামা খাতুন

Published: 19 June, 2024, 08:44 PM
পাঁচ লক্ষ অভিবাসীকে বৈধতা  দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের!

 

ওয়াশিংটন, ১৯ জুন: নির্বাচনের আগে ৫ লক্ষ অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কমপক্ষে ১০ বছর ধরে যারা আমেরিকায় বসবাস করছেন, তারাই নতুন পরিকল্পনায় সুযোগ পাবেন।

বিশ্লেষকরা বলছেন, নির্দিষ্ট সংখ্যক অভিবাসীকে লিগালাইজড করার টোপ দিয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিশেষ সুবিধা করে নিতে চান বাইডেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কমপক্ষে ১০ বছর ধরে যারা দেশটি বসবাস করছেন এমন ৫ লক্ষ দম্পতিকে দেশে কাজের অনুমতি দেবে সরকার।

এই পদক্ষেপ শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা কোনও মার্কিন নাগরিককে বৈধভাবে বিয়ে করেছেন। ‘প্যারোল ইন প্লেস’ নামে এ পদক্ষেপ অভিবাসীদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরও সহজ করতে পারে।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন, তাদেরও আনা হবে এ নীতির আওতায়। প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেশ কয়েক বছর ধরেই অনথিভুক্ত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন মার্কিন অভিবাসন আইনজীবীরা। আসন্ন নির্বাচনে নেভাডা ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে লাতিন ভোটারদের সমর্থন পেতে মরিয়া বাইডেন। এর অংশ হিসেবেই তিনি এমন পদক্ষেপ নিলেন বলে মত বিশ্লেষকদের।

Leave a comment