Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

লেবাননে প্রস্তর যুগে ফেরত পাঠাবে ইসরাইল: হামলার হুঁশিয়ারি দিলেন ইয়োভ গ্যালান্ট

Kibria Ansary

Published: 28 June, 2024, 09:52 PM
লেবাননে প্রস্তর যুগে ফেরত পাঠাবে ইসরাইল: হামলার হুঁশিয়ারি দিলেন ইয়োভ গ্যালান্ট

ওয়াশিংটন, ২৮ জুন: ইসরাইল লেবাননে যুদ্ধ চায় না। তবে যুদ্ধ শুরু হলে দেশটিকে প্রস্তর যুগে ফেরত পাঠাবে ইসরাইল বলে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজা যুদ্ধের জেরে প্রতিবেশী দেশের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বুধবার এভাবেই হুমকি দিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, 'যুদ্ধের প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। আমাদের সামর্থ্য রয়েছে লেবাননকে প্রস্তর যুগে পাঠিয়ে দেয়ার। তবে আমরা তা করতে চাই না।' যুক্তরাষ্ট্র সফররত ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বলেন, হিজবুল্লাহ খুব ভালো করেই জানে যুদ্ধ শুরু হলে আমরা লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ বয়ে আনতে পারি।
 প্রসঙ্গত, গাজা যুদ্ধ শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন সীমান্ত। সম্প্রতি এই উত্তেজনার পারদ বাড়ছে। রাত হলেই সীমান্তে বাড়ে ইসরাইল ও হিজবুল্লাহর হামলা-পাল্টা হামলা। নেতানিয়াহু এখন সরাসরি সর্বাত্মক যুদ্ধের কথা বলছেন। চলতি সপ্তাহে নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ গাজার রাফা শহরে শিগগিরই স্থল অভিযান শেষ করবে তার বাহিনী। এরপর হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইসরাইল।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Israel will send Lebanon back to the Stone Age Yoav Galant warns of attacks Isreali defence minister

Leave a comment