Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

হামাসের নয়া রাজনৈতিক প্রধানকে ‘প্রধান সন্ত্রাসী’ বলল ইসরাইল

Kibria Ansary

Published: 08 August, 2024, 08:59 PM
হামাসের নয়া রাজনৈতিক প্রধানকে ‘প্রধান সন্ত্রাসী’ বলল ইসরাইল

তেল আবিব, ৮ অগাস্ট: হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর তার উত্তরসূরি হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার নয়া হামাসের রাজনৈতিক প্রধান সিনওয়ারকে হত্যার হুুমকি দিল ইসরাইল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিদেশমন্ত্রী ইসরাইয়েল কাৎজ হামাসের নবনিযুক্ত প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার এবং তেহরানে হামাস প্রধান হানিয়াকে হত্যার জন্য ইরান ইসরাইলকে দায়ী করছে। এই ঘটনায় দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে হুমকি দিয়েছে তেহরান। তবে ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিশোধের বিরুদ্ধে ইসরাইল প্রস্তুত বলে পাল্টা হুমকি দিয়েছে তেল আবিব।

ইসরাইলের বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে হামাস নেতা সিনওয়ারকে ‘প্রধান সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সিনওয়ারকে হামাস প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এজন্য তাকে দ্রুত নির্মূল করে পৃথিবী থেকে এ সংগঠনটি মুছে ফেলা অত্যাবশ্যক।’ কাৎজের কথায়, হানিয়ার মৃত্যুর জন্য ইসরাইলের বিরুদ্ধে ইরানের এমন প্রতিশোধ নেয়ার হুমকির মধ্য দিয়ে প্রমাণিত ইরান এবং হামাস ফিলিস্তিনকে নিয়ন্ত্রণ করে।

বিশ্ব-জাহান - এর থেকে আরোও খবর

Israel calls Hamas's new political chief terrorist in chief

Leave a comment