Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

ফের সিসিইউতে খালেদা জিয়া

ইমামা খাতুন

Published: 16 July, 2024, 08:50 PM
ফের সিসিইউতে খালেদা জিয়া

ঢাকা, ১৬ জুলাই: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আবারও ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে কেবিন থেকে সিসিইউতে পাঠানো হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন এ তথ্য জানান। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। গত ৮ জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ভর্তির পর থেকে তাঁকে সিসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হয়। পরে অবশ্য বিশেষ কেবিনে রেখে চিকিৎসা চলে তাঁর। সেখান থেকে আবারও সিসিইউতে পাঠানো হয়েছে তাঁকে। বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন ‘একেবারেই ভালো নেই বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর হার্ট, লিভারসহ শারীরিক অন্য প্যারামিটার বেশ অস্বাভাবিক। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাঁকে বিভিন্নভাবে পরীক্ষা-নিরিক্ষা করে চিকিৎসা দিচ্ছেন।’ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন জানান, খালেদার স্বাস্থ্যের অবস্থার কোনও উন্নতি হয়নি। সিসিইউ কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে,  খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিদিনই খারাপ হচ্ছে। এর প্রেক্ষিতেই চিকিৎসকরা তাঁর নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন। এর আগে গত ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর দেহে পেসমেকার বসানো হয়। ৭৯ বছর বয়সী প্রাক্তন এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। 

Leave a comment