Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

রাজার সন্তান না হয়েও রাজা হবেন হিসাহিতো!

ইমামা খাতুন

Published: 09 September, 2024, 08:27 PM
রাজার সন্তান না হয়েও রাজা হবেন হিসাহিতো!

বিশেষ প্রতিবেদন: রাজার ছেলে না হয়েও জাপানের পরবর্তী রাজা হতে চলেছেন সদ্য ১৮ বছর বয়সে পা রাখা হিসাহিতোজাপানের বর্তমান রাজা নারুহিতোর পর হিসাহিতোই হবেন রাজাসম্পর্কে তিনি জাপানের রাজা নারুহিতোর ভাইয়ের ছেলে৬ সেপ্টেম্বর শুক্রবার ১৮ বছর বয়সে পা রাখেন রাজা নারুহিতোর ভাই আকিশিনোর ছেলে প্রিন্স হিসাহিতোসূত্রের খবর, ১৮ বছর বয়সেই তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে রাজপরিবারে যোগ দিয়েছেন, এই ঘটনা জাপানের বিগত ৪০ বছরের ইতিহাসে প্রথমজাপানের প্রথা অনুযায়ী, কেবল রাজপরিবারের পুরুষ সদস্যরাই সিংহাসনে বসার অধিকারীকিন্তু রাজা নারুহিতোর কোনও পুত্র সন্তান নেই এতদিন নারুহিতোর ভাই আকিশিনোর ছেলে হিসাহিতো বয়সে অনেক ছোট হওয়ায় পুরুষ সদস্যের তকমা পাচ্ছিলেন নাতবে ১৮ বছরে পা ফেলতেই প্রাপ্তবয়স্ক হিসেবে ইম্পেরিয়াল পরিবারে যোগ দিয়েছেন হিসাহিতোইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে যুবরাজ হিসাহিতো বলেছেন, ‘আমি প্রতিটি অভিজ্ঞতার মাধ্যমে আরও শিখতে চাইনানা রকম অভিজ্ঞতা শোষণ করে যেন আরও পরিণত হয়ে উঠতে পারিতিনি তার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার ইচ্ছাও প্রকাশ করেছেনউল্লেখ্য, জাপানের রাজপরিবার বিশ্বের সবচেয়ে পুরনো রাজপরিবারঅনেক ঐতিহাসিক বলে থাকেন, যিশু খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে থেকে এই রাজতন্ত্র চলছে

 

 

 

 

Leave a comment