Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, আর মাঠে লুঙ্গি ডান্স নাচলেন আক্রম-গাভাস্কর

ইমামা খাতুন

Published: 30 June, 2024, 03:59 PM
বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, আর মাঠে লুঙ্গি ডান্স নাচলেন আক্রম-গাভাস্কর

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতের বিশ্বজয়ের আনন্দে মাঠে ' লুঙ্গি ডান্স ' নাচলেন পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ও সুইং -এর সুলতান ওয়াসিম আক্রম। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিড স্টার। বার্বাডোজের প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার রাতে যখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে গোটা ভারতীয় দল আনন্দে উদ্বেল হয়ে রয়েছে, তখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে মাঠে ধারাভাষ্য দেওয়ার জন্য এসেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ওয়াসিম আক্রম। সঙ্গে ছিলেন ১৯৮৩ সালের ভারতের বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য লিটল মাস্টার সুনীল গাভাস্কর। মাঠে তখন চলছে শাহরুখ খানের বিখ্যাত সিনেমা চেন্নাই এক্সপ্রেসের সেই বিখ্যাত লুঙ্গি ড্যান্স গানটি। আর তাতে প্রথম পা মেলালেন সানি। তাকে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না বিশ্ব ক্রিকেটের সুইং এর সুলতান। লুঙ্গি ডান্স গানে নাচতে শুরু করলেন আক্রমও। গাভাস্কর ও আক্রমের নাচ মন ছুঁয়ে গেল তামাম দর্শকের।

Leave a comment