Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

'থ্যাঙ্ক ইউ আল্লাহ' লিখে ট্রোলের শিকার মুহাম্মদ সিরাজ

ইমামা খাতুন

Published: 30 June, 2024, 04:12 PM
'থ্যাঙ্ক ইউ আল্লাহ' লিখে ট্রোলের শিকার মুহাম্মদ সিরাজ

 


পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার টি - ২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারপরে সারা দেশ জুড়ে জয়ের উৎসব পালন করা হচ্ছে। জাতীয় পতাকা হাতে, বাজি ফাটিয়ে, দেশবাসী উৎসব করছে। এই অবস্থায় সামাজিক মাধ্যমে ট্রফি সহ ভারতীয় দলের একটি ছবি পোস্ট করে ভারতীয় দলের পেসার লিখেছেন, " ধন্যবাদ, সর্বশক্তিমান আল্লাহ ।" আর তারপরেই নেটিজেনের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। 

 

https://twitter.com/ChandanSharmaG/status/1807170781883126093?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807170781883126093%7Ctwgr%5E082bb79be396bd4f60b5a536c69d5ed9205b0bc4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fmohammed-siraj-trolled-for-thank-you-almighty-allah-tweet-after-t20-wc-final-3053411%2F
সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, " টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। আল্লাহ নয়।" আর একজন লিখেছেন, " আল্লাহ কাপ জেতাতে পারলে ভারত নয়, পাকিস্তান চ্যাম্পিয়ন হত।" আর একজন লিখেছেন, "আল্লাহ ভারতীয় টিমকে কোনও সাহায্য করেনি। একজন মুসলিম খেলোয়াড় দলকে চ্যাম্পিয়ন করায়নি। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে।"

 

https://twitter.com/DeepuKumar5576/status/1807325957205741907?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807325957205741907%7Ctwgr%5E082bb79be396bd4f60b5a536c69d5ed9205b0bc4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fmohammed-siraj-trolled-for-thank-you-almighty-allah-tweet-after-t20-wc-final-3053411%2F
এরই মধ্যে সিরাজ ও  ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েও অনেকে বার্তা পাঠিয়েছেন।

Leave a comment