Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

টি-২০ কে আলবিদা জানালেন বিরাট

আবুল খায়ের

Published: 30 June, 2024, 01:30 AM
টি-২০ কে আলবিদা জানালেন বিরাট

পুবের কলম, ওয়েব ডেস্কঃ মুখ বুঝে হজম করে গেছেন অনেক কিছু। আর সবকিছুর জবাব দেওয়ার দিন ছিল 29 শে জুন, ২০২৪। বার্বাডোজের ফাইনালটাই তার জীবনের একটা মাইলস্টোন হয়ে রয়ে গেল। ২০১১ একদিনের বিশ্বকাপ ফাইনালেও ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারেননি ব্যাট হাতে। তারপর সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু নদী বহু সমুদ্র দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। আর তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি। সেই বিরাট কোহলির টি-টোয়েন্টি অভিযানটার শেষটা লেখা হল এক রূপকথার গল্প দিয়ে। গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ বাদ দিলে তার ব্যাট থেকে আসেনি রান। সমালোচনার আগুনে বিদ্ধ হচ্ছিলেন বিরাট। কিন্তু তিনি রাজা। রাজাকে অনেক কিছুই শুনতে হয়। আবার রাজকীয় স্টাইলে তা ফেরত দিতে হয়। ঠিক যেমন ফেরত দিয়ে গেলেন কিং কোহলি। অনেক দিনের স্বপ্ন ছিল একটা বিশ্বকাপ হাতে তুলবেন। ক্যাপ্টেন হিসেবে তোলা হয়নি। কিন্তু দলের মুখ্য প্লেয়ার হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ হাতে তুলে ফেললেন তিনি। আর এই বিশ্বকাপ তোলার সঙ্গে সঙ্গে ঘোষনা করে দিলেন আর টি-টোয়েন্টি নয়। না, সাদা বালের ক্রিকেট থেকে এখনই তিনি সরে যাচ্ছেন না। কিন্তু টি-টোয়েন্টি আর তার জন্য নয়। সেটা বুঝে গিয়েছিলেন বিরাট। অপেক্ষা করছিলেন একটা যোগ্য প্ল্যাটফর্মের। বেছে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকেই। আরো নিখুঁত করে বললে বলা যেতে পারে বার্বাডোজের ফাইনালকে। আর সেই ফাইনালে সমস্ত সমালোচকদের যোগ্য জবাব দিয়ে দুর্দান্ত ব্যাটিং উপহার দিলেন কিং কোহলি। ভারতের এই টি-টোয়েন্টি বিশ্বকাপজয় তার এই ইনিংস ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই টি-টোয়েন্টি কে বিদায় দেওয়ার এমন সময়কে হাতছাড়া করতে চাননি কোহলি। একটা একদিনের বিশ্বকাপ জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপও জয় হয়ে গেল। সীমিত ওভারের সব ধরনের ফরমেটের বিশ্বজয়ী তিনি।  ম্যাচের পর সরাসরি তাই জানিয়ে দিয়ে গেলেন আর নয়। জীবনের সমস্ত চাওয়া পাওয়া শেষ। সীমিত ওভারের সংক্ষিপ্ততম ফরম্যাট, তোমাকে বিদায়। মনে রেখো আমাকে।

Leave a comment