Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

দেশের মুখ উজ্জ্বল করলেন হাওড়ার সুস্মিতা

Bipasha Chakraborty

Published: 02 July, 2024, 08:08 PM
দেশের মুখ উজ্জ্বল করলেন হাওড়ার সুস্মিতা

 

 

 

 

 

 

আইভি আদক, হাওড়া:  দুবাইয়ে ভারতের পতাকা উড়িয়ে ঘরে ফিরলেন হাওড়ার উদয়নারায়ণপুরের কলেজ ছাত্রী। আন্তর্জাতিক স্তরের একাধিক বিষয়ভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে এনে দেশের মুখ উজ্জ্বল করেছেন সুস্মিতা দেবনাথ। সোমবার রাতে উদয়নারায়ণপুরের বাড়িতে এসে পৌঁছান সুস্মিতা। স্বাভাবিকভাবেই এই খুশিতে ডখমগ সকলে।

২০২৩ এর সেপ্টেম্বরে উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় সোনা, ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় রূপো এবং স্লো আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জের পদক প্রাপ্ত করেছিল উদয়নারায়ণপুরের মাধবীলতা কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের পড়ুয়া সুস্মিতা। জাতীয় স্তরে বাজিমাতের পরই সুস্মিতার কাছে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ তৃতীয় এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।

চলতি বছরের গত ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত যার আসর বসেছিল দুবাই শহরে। আর সেই প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন হাওড়া তথা উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ। আর্টিস্টিক, ট্র্যাডিশনাল এবং  রিদিমিক তিনটি বিভাগেই দেশের হয়ে স্বর্ণপদক প্রাপ্ত করে সুস্মিতা। এখানেই  শেষ নয়, ১৮ থেকে ২১ বিভাগীয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে দ্বিতীয় স্থান দখল করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি। বাবা পেশায় রেডিমেড পোশাক বিক্রেতা ও মা মামনি দেবনাথ পেশায় একটি বেসরকারি ব্যাঙ্কের অস্থায়ী কর্মচারী। মাত্র ১০ বছর বয়স থেকেই যোগাসনের প্রতি ঝোঁক সেখান থেকেই বর্তমানে প্রয়াত শিক্ষক অরূপ  মান্নার যোগাসন স্কুলে ভর্তি হওয়া।

বয়স বাড়ার সাথে সাথেই যোগাসনকে প্রাত্যহিক জীবনের  অভ্যাসে পরিণত করেছেন তিনি। আর সেই অভ্যাস ও কঠোর অধ্যাবসায়ের জেরেই মাত্র ২১ বছর বয়েসে সাফল্যে শিখর ছুঁয়ে ফেলেছেন এই বঙ্গতনয়া। মেয়ের সাফল্য প্রসঙ্গে মা মামনি দেবনাথ জানান, ছোট থেকেই মেয়ের যোগাসনের প্রতি ঝোঁক। আমরা কোনওদিন এতে বাধা দিইনি। ও সম্পূর্ণ নিজের চেষ্টাতেই আজকে এই সাফল্য লাভ করেছে। ও আরও বড় হোক আর জীবনে আরও সফল হোক এই ভগবানের কাছে প্রার্থনা করি।

Leave a comment