Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

প্রয়াত ইতালিয়ান ফুটবল কিংবদন্তি স্কিলাচি

ইমামা খাতুন

Published: 18 September, 2024, 05:38 PM
প্রয়াত ইতালিয়ান ফুটবল কিংবদন্তি স্কিলাচি

পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্ব ফুটবলে ইন্দ্রপতন। বুধবার মাত্র ৫৯ বছর বয়সে প্রয়াত হলেন ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে সোনার বল এবং সোনার বুট পাওয়া ইতালিয়ান কিংবদন্তি সালভাতর স্কিলাচি। বেশ কিছুদিন ধরেই তিনি বাওয়েল ক্যান্সারে ভুগছিলেন। বুধবার ইটালির পালেরমোর সিভিকো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে স্কিলাচির মৃত্যুতে আগামী সপ্তাহ পর্যন্ত ইতালিয়ান লীগে যতগুলি ম্যাচ আছে সব ম্যাচ গুলির আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। উল্লেখ্য ইতালির জাতীয় দলে খেলার সঙ্গে সঙ্গে জুভেন্টাস ও ইন্টার মিলানের অন্যতম তারকা ফুটবলার ছিলেন তিনি। টোটো নামে তাকে ইতালিয়ান ফুটবলে ডাকা হতো। ১৯৯০ সালের বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ইতালিতেই। আর সেই বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয় ইতালিকে। কিন্তু গোটা প্রতিযোগিতায় অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন স্কিলাচি। প্রতিযোগিতা সর্বোচ্চ গোল সংখ্যা ও তারই। মোট ছটি গোল করে জিতে নিয়েছিলেন সোনার বুট ও বল। সবই চলে গেল স্মৃতির পাতায়।

Leave a comment