Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

রুপোর পদক এখনও কি পেতে পারেন ভিনেশ? আশা কতটা?

Bipasha Chakraborty

Published: 08 August, 2024, 07:31 PM
রুপোর পদক এখনও কি পেতে পারেন ভিনেশ? আশা কতটা?

 

 পুবের কলম প্রতিবেদক:  ভিনেশ ফোগাটের ওজন বেশি। তাই ফাইনালে নামতে পারবেন না। একইসঙ্গে নিশ্চিত পদকও হারাবেন তিনি। এমন খবর শোনামাত্র মুখ ভার ভারতের। মনখারাপ আরও বাড়ে যখন শোনা যায়, তিনি কুস্তি থেকে অবসর নিয়েছেন। যদিও গতকাল রাত থেকেই শোনা যাচ্ছিল, তিনি আপিল করেছেন যৌথ রুপোর পদকের জন্য। এখন সেই পদক পুনরুদ্ধারের সম্ভাবনা কতটা? 

শোনা যাচ্ছে যে, ভিনেশ ফোগাটের শুনানি অনলাইনে হতে পারে। তিনি দুটি আপিল দায়ের করেছিলেন। এক, ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। দুই, কোর্ট অফ অরবিট্রেশন (CAS)-কে বলেছিলেন যে, তিনি চূড়ান্ত ফেয়ার অ্যান্ড স্কোয়ারে পৌঁছেছেন। সেই আপিলের রায় এসেছে। তাৎক্ষণিকভাবে CAS 'না' করে দেয়। 

তারপর ২৪ ঘণ্টার একটা উইন্ডো খোলে। এখন ভিনেশের আইনজীবীদের মাধ্যমে তিনি যুক্তি দেখাবেন যে, তিনিও একটি রুপোর পদক পাওয়ার যোগ্য। স্বাভাবিকভাবেই ভিনেশ যুক্তি দেবেন, তিনি ফাইনাল ফেয়ার অ্যান্ড স্কোয়ারে পৌঁছেছেন। তিনি হয়তো বলবেন, মহিলাদের ৫০ কেজি কুস্তির উদ্বোধনী দিনে তিনি সেখানে পৌঁছেছেন। তাই যৌথ রুপোর পদক তিনি দাবি করবেন। 

যদিও এই শুনানির জন্য ২৪ ঘণ্টার উইন্ডো না থাকতে পারে। তাই কয়েকদিনের মধ্যে রায় আসার সম্ভাবনা রয়েছে। যেটুকু নিশ্চিত করা যাচ্ছে তা হল, আজ শুনানি হবে এবং প্যারিস বারের চারজন আইনজীবী, ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাটের প্রতিনিধিত্ব করবেন।  সব শেষ পাওয়া খবর অনুসারে ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় শুনানি। দেশবাসীর আশা আইনি লড়াইয়ে জিতবেন ভিনেশ। 

Leave a comment