Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ

ইমামা খাতুন

Published: 25 August, 2024, 05:10 PM
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ

পুবের কলম ওয়েব ডেস্ক : রবিবার ম্যাচের পঞ্চম শেষদিনের শুরুতে মনে হচ্ছিল রাওয়ালপিন্ডি টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছেকিন্তু খেলা শুরু হতেই বদলে গেল গোটা চিত্র ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের কাছে ১০ উইকেটে রাওয়ালপিন্ডি টেস্ট হারল পাকিস্তানবাংলাদেশের দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ শাকিব আল হাসানের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটিং বিভাগের কেউ এই দু'জনে মিলে নিয়েছেন উইকেট পাকিস্তানের হয়ে একা মুহাম্মদ রিজওয়ান ব্যাট হাতে লড়াই চালিয়ে ছিলেন তবে তাতে পাকিস্তানের পরাজয় রুখতে পারেননি তিনি। 

 

এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উইকেটের বিনিময়ে ৪৪৮ রান তুলে ডিক্লেয়ার দেয় পাকিস্তান শতরান করেন শাকিল রিজওয়ানজবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৬৫ রান তোলে বাংলাদেশ ১৯১ রান করেন মুশফিকুর রহিম ৯৩ রান করেন শাদমান ইসলামপ্রথম ইনিংসে পাকিস্তানের থেকে ১১৭ রান এগিয়ে শেষ করে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট হয় একা মেহেদি হাসান মিরাজ ৪টি শাকিব আল হাসান ৩টি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন

 

পাল্টা ইনিংসে ব্যাট করতে নেমে পাক অধিনায়ক শান মাসুদ ১৪ বাবর আজম ২২ রান করে আউট হন একমাত্র রিজওয়ান উল্লেখযোগ্য ৫১ রান করেন ফলে রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য চলে আসে মাত্র ৩০ রান তাদের দুই ওপেনার জাকির হাসান সাদমান ইসলাম সেই রান তুলে বাংলাদেশকে ১০ উইকেটের জয় এনে দেনএতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের নজির গড়ল বাংলাদেশ। 

Leave a comment