Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

সব প্রচেষ্টা ব্যর্থ,  প্রয়াত অংশুমান গাইকোয়াড

Bipasha Chakraborty

Published: 01 August, 2024, 10:14 AM
সব প্রচেষ্টা ব্যর্থ,  প্রয়াত অংশুমান গাইকোয়াড

 

পুবের কলম প্রতিবেদক: চলে গেলেন ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য ও ভারতের প্রাক্তন কোচ অংশুমান গাইকোয়াড। লন্ডনের কিংস কলেজ হসপিটালে ভর্তি ছিলেন। মারণ রোগ ক্যান্সার কখন যে থাবা বসে ছিল শরীরে তা টেরই পাওয়া যায়নি। শেষ পর্যন্ত যখন ক্যান্সার ধরা পড়লো তখন বড়সড়ো চিকিৎসার জন্যই লন্ডনে চলে যেতে হয়েছিল অংশুমান গাইকোয়াডকে।

চিকিৎসার খরচ শেষের দিকে বহন করতে একটু সমস্যা হচ্ছিল। তাই কপিল দেবসহ তার সমসাময়িক ভারতীয় ক্রিকেটাররা আবেদন করেছিলেন অংশুমানের চিকিৎসার জন্য যেন বিসিসিআই বিশেষ ব্যবস্থা করে। সেই মতোই এক কোটি টাকা বিসিসিআইয়ের তরফ থেকে অংশুমান গাইকোয়াডকে পাঠানো হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে বুধবার রাতে ৭১ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান। ঝুলিতে রয়ে গেল ৪০ টি টেস্ট ও ১৫ টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ১৯৮৩ সালে লর্ডসে বিশ্বজয়। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভারতীয় দল রানার্সআপ হয়েছিল, এই দলের কোচ ছিলেন তিনি। সবই স্মৃতি হয়ে রয়ে গেল ইতিহাসের পাতায়।

Leave a comment