Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

Puber Kalom

Puber Kalom

Published: 17 June, 2024, 03:42 PM

পুবের কলম প্রতিবেদক:  চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। রবিবার দুপুরে বাইপাসের এক বেসরকারি হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে অভিষেকের শারীরিক অবস্থার কথা জানানো হয়। বেসরকারি হাসপাতালের তরফে প্রকাশ করা বুলেটিনে লেখা হয়, ‘লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’

তবে কী ধরনের অস্ত্রোপচার, কী হয়েছে তাঁর, সে সব কিছুই উল্লেখ করা হয়নি বুলেটিনে। এদিন বিকেল সাড়ে ৩টেয় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন তিনি।

চিকিৎসার জন্য সংগঠন তথা দল থেকে ‘ছোট বিরতি’ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে সেই কথা জানিয়েছিলেন খোদ অভিষেকই। পাশাপাশিই অভিষেক লিখেছেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন অভিষেক।

লোকসভা নির্বাচনের কাজে গত কয়েক মাস ধরে রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গিয়েছেন অভিষেক। দফায় দফায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার চালিয়েছেন দাপিয়ে। কার্যত রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তিনি। সাত লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কয়েকদিন পরই এক্স হ্যান্ডেলে বিরতি নেওয়ার কথা জানান তিনি। তাঁর ঘোষণা রীতিমতো জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে।

এর আগে চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর। চোখের চিকিৎসার জন্য বিদেশেও ছুটে যেতে হয় তাঁকে। ২০২২ সালে আমেরিকায় ৭ ঘণ্টা ধরে তাঁর চোখে একটি অপারেশন করা হয়েছিল। তবে এবার ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হল অভিষেককে, তা স্পষ্ট নয়।

 

Leave a comment