Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

কলেজ–বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তিতে অভিন্ন পোর্টালে আবেদন শুরু হল

Bipasha Chakraborty

Published: 19 June, 2024, 04:41 PM
কলেজ–বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তিতে অভিন্ন পোর্টালে আবেদন শুরু হল
পুবের কলম প্রতিবেদন: উচ্চমাধ্যমিকের পর স্নাতক স্তরে ভর্তিতে অভিন্ন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল(https://wbcap.in/) চালু করল রাজ্য সরকার। বুধবার ওই পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে একটি জায়গাতেই আবেদন করা যাবে। গোটা দেশে এমন পোর্টাল এই প্রথম। মোট ১৬ বিশ্ববিদ্যালয়ের ৪৬১ কলেজের ৭২১৭ কোর্স ও প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে। অভিন্ন পোর্টালের জন্য একটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। সেটি হল 18001028014 । কোনও কিছু জানার জন্য মেইল করা যাবে [email protected] আইডিতে। এই পোর্টালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়. বিএড, আইন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে এই পোর্টালের বাইরে রাখা হয়েছে। ওই পোর্টালে গিয়ে মোট ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে একটি কলেজে একাধিক বিষয় হতে পারে, একাধিক কলেজে একাধিক বিষয় হতে পারে। জেলা, বিশ্ববিদ্যালয়, বিষয় ও কলেজে বেছে নেওয়া যাবে ওই পোর্টোলের মাধ্যমে। এতদিন কলেজের নিজস্ব পোর্টাল থাকত। সেখানে কলেজে ধরে ধরে পড়ুয়ারা আবেদন করত। এবার একটি মাত্র পোর্টাল থেকেই ২৫টি আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনও টাকা দিতে হবে না। ওই পোর্টালে গিয়ে সব ডকুমেন্টে আপলোড করে দেওয়া যাবে।

Leave a comment