Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

পাঠ্যক্রমে মনুসংহিতা: বিতর্কের আবহে মুখ খুললেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী

Puber Kalom

Puber Kalom

Published: 28 May, 2024, 05:16 PM
পাঠ্যক্রমে মনুসংহিতা: বিতর্কের আবহে মুখ খুললেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী

 

 

শিক্ষার গৈরিকীকরণ নয়া কোনও ঘটনা নয়। গুজরাত, উত্তরাখণ্ডের পর মহারাষ্ট্রের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত  হবে মনুসংহিতা। এমনটাই খবর সম্প্রতি প্রকাশ্যে এসেছিল।

যা নিয়ে বিতর্ক চরমে। গেরুয়া শাসিত মহারাষ্ট্রের স্কুল সিলেবাসে মনুর ‘অনধিকার’ প্রবেশে বিতর্ক যখন হিমালয়ের শিখা ছুঁই ছুঁই, এই পরিস্থিতিতে মুখ খুললেন রাজ্যের  শিক্ষামন্ত্রী দীপক কেশরকার। তাঁর বক্তব্য, আমাদের কাছে সংশ্লিষ্ট বিষয়ে সিলেবাস কমিটির থেকে প্রস্তাব এলেও, সেই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এখনও কোনও সবুজ সিগন্যাল দেয়নি। বিষয়টি আলোচনা সাপেক্ষ। এমন হাজারো প্রস্তাব আমাদের সামনে আসে। তা মেনে নিতে হবে তার কোনও মানে নেয়।

 

সংশ্লিষ্ট বিষয়ে এদিন ড্যামেজ কন্ট্রোলে নামেন মহারাষ্ট্র সরকারও। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, স্কুল পাঠ্যক্রমে মনুসংহিতা অন্তর্ভুক্ত হবে না। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত সপ্তাহে মহারাষ্ট্রের স্টেট কাউন্সিল অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং বিভাগের তরফে স্কুলে নয়া সিলেবাসের প্রস্তাব পেশ করা হয়। যেখানে জোর দেওয়া হয় ভারতের আদি সংস্কৃতির উপর। সিলেবাসে ভগবত গীতার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর জোর দিতে তৎপর হয় ওই কমিটি। ভারতীয় সংস্কৃতির উপর জোর দিতে সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয় মনুসংহিতাও। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিতর্ক চরম আকার নেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির বিরুদ্ধে শিক্ষাব্যবস্থায় গেরুয়াকরণের অভিযোগ তুলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন স্টেট কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের এক আধিকারিক। খসড়া সিলেবাস তৈরি দায়িত্ব ছিল তাদের উপরই। ওই আধিকারিক জানিয়েছেন, আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখব। প্রয়োজনে চূড়ান্ত খসড়ায় সংশোধন করা হবে।  

 

 

Leave a comment