Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১, হাসপাতালে লড়াই থেমে গেল ৬ বছরের স্নেহার

Bipasha Chakraborty

Published: 18 June, 2024, 05:14 PM
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১, হাসপাতালে লড়াই থেমে গেল ৬ বছরের স্নেহার

পুবের কলম, ওয়েবডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ছয় বছরের মালদার শিশু। কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে। মৃতার নাম স্নেহা মন্ডল। ওই অভিশপ্ত ট্রেনের যাত্রী ছিল সে। আহত হন স্নেহার বাবা-মা। হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই। 
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শরীরের একাধিক জখম ছিল শিশুটির। তাঁকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। আপ্রাণ চেষ্টা চালিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সকালে মৃত্যু হয় স্নেহার। বাচ্চাটির পায়ে গুরুতর আঘাত ছিল। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে প্রচুর ক্ষত ছিল। অনেকটাই রক্তক্ষরণ হয়েছে। 
সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার পর মোট ৩৭ জন ভর্তি হয়েছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। সোমবার রাতেই বিজয় কুমার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার সকালে ছয় বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের মৃত্যু হল।
প্রসঙ্গত, সোমবার সকালে অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা ঘটে। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত বগি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অসমের শিলচর থেকে কলকাতার শিয়ালদহ যাওয়ার সময় রাঙ্গাপানি স্টেশনের কাছে একটি মালগাড়িটি  পিছন থেকে ধাক্কা দেয়।


 

Leave a comment