Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ফের দলীয় প্রধানের পদে নওয়াজ শরিফ

News Desk

Published: 29 May, 2024, 07:47 PM
ফের দলীয় প্রধানের পদে নওয়াজ শরিফ

ইসলামাবাদ, ২৯ মে:  ৬ বছরেরও বেশি সময় পর আবারও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার দলের কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।  পিএমএল-এনের আর কোনও নেতা শীর্ষ পদের জন্য দলীয় প্রধানের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেননি।

ফলে দলীয় সভাপতির নির্বাচনে নওয়াজের কাগজপত্র অনুমোদিত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নওয়াজ পিএমএল-এনের হাল ধরবেন এটাই প্রত্যাশিত ছিল। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারির রায়ের ফলে নওয়াজ প্রধানমন্ত্রিত্ব ও দলীয় সভাপতির পদ উভয়ই হারান। তারপর থেকেই দলটির নেতৃত্ব দিয়ে আসছেন নওয়াজের ছোট ভাই ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বড় ভাই নওয়াজ শরিফকে সভাপতির আসনে বসাতে ১৩ মে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  এর আগে লাহোরে সংবাদ সম্মেলনে পিএমএল-এন পঞ্জাবের সভাপতি রানা সানাউল্লাহ বলেছিলেন, ‘সর্বশেষ দলীয় বৈঠকে নওয়াজ শরিফকে সভাপতি করার বিষয়ে জ্যেষ্ঠ নেতারা একমত হয়েছেন।’ উল্লেখ্য, চার বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত অক্টোবরে দেশে ফেরেন নওয়াজ শরিফ। হাইকোর্টে আগের সব দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর তিনি ব্রিটেন থেকে দেশে ফেরেন।

 

Leave a comment