Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস, মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলন, বর্ণাঢ্য অনুষ্ঠান

Bipasha Chakraborty

Published: 15 August, 2024, 08:14 PM

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস। এদিন দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষ‍্যে দেশবাসীকে প্রতি বছরের মতোঅভিনন্দন জানিয়ে এক্স হ‍্যান্ডেলে বিশেষ পোস্ট করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।হে ভারত, আজি তোমারি সভায় শুন কবির গান  তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান

 

মমতা লেখেন, , ‘‘যে নীতি-আদর্শকে শিরোধার্য করে দেশের মানুষ, কাঙ্ক্ষিত স্বাধীনতাকে বুকে জড়িয়েছিল তা আজ কিছু সাম্প্রদায়িক এবং কুচক্রী রাজনৈতিক দলের জন্য ভূলুণ্ঠিত। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের উচ্চতায় অধিষ্ঠান করার কথা ছিল সেখানে স্বৈরাচারী শক্তির নাগপাশে আজ তা সমাধিস্থ। ’’

 

 

স্বাধীনতা দিবসের বিশেষ পোস্টের শেষাংশে তিনি উল্লেখ‍্য করেছেন বিপ্লবী বাঘাযতীনের কথা। ‘‘কিন্তু বীর মুক্তিযোদ্ধা বাঘাযতীন বলে গিয়েছেন, ‘আমরা মরব, আমরা মরে দেশের লোককে জাগিয়ে দিয়ে যাব’, আমরা সেই আদর্শকে পাথেয় করে দেশের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আজীবন প্রতিজ্ঞাবদ্ধ’’, জানালেন মুখ‍্যমন্ত্রী।

আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরা হয়। সকলকেই শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

 

Leave a comment