Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি রওনা মমতার, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে

Bipasha Chakraborty

Published: 26 July, 2024, 01:49 PM
অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি রওনা মমতার, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে

 

পুবের কলম, ওয়েবডেস্ক: অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এদের যা আচরণ, বাংলাকে ভাগ করার যে চক্রান্ত, তা তীব্র নিন্দা জানাচ্ছি। যেহেতু আগে থেকে কথা বলেছিল তাই নীতি আয়োগের বৈঠকে নিয়মরক্ষা করতে যাব।'

বাজেট নিয়ে মমতা ফের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজেটে বাংলা সহ বিরোধী রাজ্যগুলির সঙ্গে 'বিমাতৃসুলভ' আচরণ করা হয়েছে।বিরোধী রাজ্যগুলিকে আর্থিক বঞ্চনা করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়। " একই সঙ্গে বিজেপি নেতাদের মুখে গত কয়েকদিন ধরে বাংলা সম্পর্কে যে সব মন্তব্য শোনা গিয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন,  একদিকে অর্থনৈতিকভাবে বাধা, ভৌগলিকভাবে বাধা, বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। বাংলাকে ভাগ করার জন্য নানা বার্তা দেওয়া হচ্ছে। মমতা বলেন, 'বাংলাকে ভাগ করা মানে দেশকে ভাগ করা। আমরা এটা সমর্থন করছি না। এই পরিস্থিতিতে আমি কিছুক্ষণের জন্য মিটিং-এ থাকব। আমাকে ভয়েস রেকর্ড করতে দিলে করব, না হলে প্রতিবাদ করে বেরিয়ে আসব।”

মমতার বক্তব্য, বৈঠকে আমি আমার রাজ্য নিয়ে কথা বলব। হেমন্ত যাবে বলেছে, ও ওর রাজ্য নিয়ে কথা বলবে।


 

Leave a comment