Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

বৈঠক থেকে ফের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান মুখ্যমন্ত্রীর

Bipasha Chakraborty

Published: 17 September, 2024, 01:29 AM
বৈঠক থেকে ফের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্কঃ বৈঠক থেকে জুনিয়র ডাক্তারদের ফের কাজে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, তাদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার আহবান জানানো হয়েছে। চিকিৎসকেরা ভগবান। এই সময় বন্যার সময় ম্যালেরিয়া বাড়বে। তাই এবার কাজে ফিরে যান। মুখ্যমন্ত্রী জানান, আমি পুলিশ কমিশনারকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাকে কনফারেন্সে নেওয়া হয়েছিল। উনি চিকিৎসকদের জানিয়েছেন, উনি পদ ছাড়তে চান। মুখ্যসচিবকে বলেছি বিষয়টা দেখতে। আমি ওদের ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি, আমি এর বেশি আর কী করতে পারি। 

মুখ্যমন্ত্রী এর আগেও চিকিৎসকের সমাজে প্রয়োজনের কথা মনে করিয়ে দিয়ে তাদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি তাদের সেই সময় সতর্ক করে দেন, সুপ্রিম কোর্টের তাদের কাজে ফেরার নির্দেশের কথা। মুখ্যমন্ত্রী সেই সময় জানান, আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। তোমরা কাজে ফিরে এসো। রাজ্যের তরফ থেকে তোমাদের বিরুদ্ধে কোনো  অ্যাকশন নেওয়া হবে না কথা দিলাম। 


Leave a comment