Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

' আমি নিজে মিছিল করব' আরজি কর কাণ্ডে ফাঁসির দাবিতে আগামীকাল রাস্তায় নামবেন মুখ্যমন্ত্রী

Bipasha Chakraborty

Published: 15 August, 2024, 03:41 PM
' আমি নিজে মিছিল করব'  আরজি কর কাণ্ডে ফাঁসির দাবিতে আগামীকাল রাস্তায় নামবেন মুখ্যমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক:আরজি কর কাণ্ডে আগামীকাল দোষীর ফাঁসির দাবিতে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নিজে মিছিল করবেন। সেই সঙ্গে তিনি জানান, আগামী রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। তবে মুখ্যমন্ত্রীর দাবি কলকাতা পুলিশ ইতিমধ্যেই ৯০ শতাংশ তদন্ত করে ফেলেছে।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য থেকে দেশ। এখনও পর্যন্ত সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনায় আরো কেউ জড়িত থাকতে পারে বলে বার বার প্রশ্ন উঠছে। গত সোমবার আরজি করের নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাবা-মা সহ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সাংবাদিকদের সামনে তিনি বলেন, রবিবারের মধ্যে পুলিশ এই মামলার কিনারা না করতে পারলে সিবিআইকে এই মামলার তদন্ত ভার দিতে তার কোনো আপত্তি নেই। আমি চাই দোষী শাস্তি পাক। কিন্তু সেই সময় সীমা শেষ হওয়ার আগেই হাইকোর্ট পুলিশের কাছ থেকে সেই তদন্তভার সিবিআইকে হস্তান্তর করে।

এদিকে এই আরজি কর কাণ্ডে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের মধ্যে গতকাল হাসপাতালে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। পুলিশের উপর হামলা চালায় তারা। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী সহ কলকাতা পুলিশের ডিসি নর্থ। হাসপাতালের জ জরুরি বিভাগ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। দামি ওষুধ থেকে ওষুধ রাখার ফ্রিজ সবে ভাঙচুর চালানো হয়েছে।

 এদিন হাজরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তৃণমূলনেত্রী বলেন, '১৭ তারিখ সব ব্লকে ব্লকে মিছিল হবে দোষীদের ফাঁসি চেয়ে।এবং রাম বামের চক্রান্তের বিরুদ্ধে। ১৮ তারিখ ব্লকে ব্লকে ধরনা হবে। ১৯ তারিখ রাখি বন্ধনের মধ্যে দিয়ে দোষীদের ফাঁসি চাই এই প্রোগ্রাম হবে। ১৫ তারিখ স্বাধীনতা দিবস আছে। তাই অন্য কোনো প্রোগ্রাম রাখছি না। ১৭ তারিখ খেল দিবস আছে। বেলা ৪টে পর্যন্ত আশা করি ওদের প্রোগ্রাম হয়ে যাবে। সবাইকে ৩টে সময়ে জমায়েত হতে অনুরোধ করছি মৌলালি মোড়ে। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে মিছিল। আমি নিজে মিছিল করব'

Leave a comment