Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

বাংলাদেশ: সোশ্যাল মিডিয়ায় অশান্তি ছড়াবেন না, সতর্কবার্তা পুলিশের

Bipasha Chakraborty

Published: 07 August, 2024, 01:42 PM
বাংলাদেশ: সোশ্যাল মিডিয়ায় অশান্তি ছড়াবেন না, সতর্কবার্তা পুলিশের

 

 হিন্দুদের উপর হামলার মিথ্যা গুজব ওড়ালেন খোদ হিন্দু সংগঠনের প্রধান

 

পুবের কলম প্রতিবেদক: কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয় পড়শি দেশের পরিস্থিতি। শেষে ইস্তফা দিতে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সরকার পতনের পর কিছু মানুষের ক্ষোভের কারণে গণভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। কিছু মানুষ আবার শান্তি রক্ষার জন্য পথে নেমেছেন। দেখা যাচ্ছে, মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসার পড়ুয়া-শিক্ষকরা। অর্থাৎ দুই রকমই ছবিই ধরা পড়েছে। আর এই সুযোগে বিভেদকামী কিছু গোষ্ঠী এপার বাংলায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল। আবারও মানুষের উদ্দেশ্যে বার্তা দিল রাজ্য পুলিশ। পড়শি দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মানুষকে উত্তেজিত না হওয়া ও অশান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার রাজ্য পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে হিন্দুদের উপর আক্রমণ ও মন্দির ভেঙে ফেলার খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন দেশটির হিন্দু মহাজোটের প্রধান আইনজীবী গোবিন্দ প্রামাণিক। 

এ দিন পুলিশের তরফে বলা হয়েছে, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিয়ো আমাদের নজরে এসেছে যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। পুলিশের তরফে সাধারণ মানুষের কাছে অনুরোধ করা হয়েছে, কোনওরকম গুজবে কান দেবেন না, উত্তেজক ভিডিয়ো শেয়ার করবেন না। রাজ্য প্রশাসন সতর্ক এবং সজাগ রয়েছে। মানুষ যাতে শান্ত থাকে এবং সবরকম শান্তি বজায় রাখেন, সেই অনুরোধও করেছে পুলিশ-প্রশাসন।

এ দিকে মন্দির ভাঙা নিয়ে বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের সভাপতি আইনজীবী  গোবিন্দ প্রামাণিক তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু সোমবার বিকেলেই বিএনপি এবং জামাআতের নেতারা হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট বা অগ্নিসংযোগের ঘটনা যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেওয়া হয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। আর সেই মতোই কাজ করে গেছে নেতা-নেত্রী সহ যুবসমাজ। সেই অর্থে কোনও মন্দিরে বৃহত্তর হামলার ঘটনা ঘটেনি। 

তবে কিছু আওয়ামি লিগের হিন্দু নেতারা আছে যারা সময় পরিস্থিতির মুখে পড়ে উসকানিমূলক কাজ করেছিল। তাদের বাড়িতে হামলা হয়েছে। তবে শুধু হিন্দু নয়,  মুসলিম আওয়ামি লিগের নেতাদের বাড়িতেও হামলা এবং লুটপাট হয়েছে। ‘রিপাবলিক নিউজ চ্যানেল’-এর নাম করে বিক্ষিপ্ত এই ঘটনাগুলি নিয়ে ব্যাপক ‘প্রপাগান্ডা’ ছড়াচ্ছে, উদ্ভট উদ্ভট কথা বলা হচ্ছে বলেও মন্তব্য করেন গোবিন্দবাবু। তিনি আরও বলেন, মঙ্গলবার দেখলাম শেখ  হাসিনাকে নিয়ে তারা কাহিনি তৈরি করছে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে। স্ট্যাচু ভাঙা নিয়ে এমন করছে যেন দুঃখের সাগরে ভাসছে। শেখ হাসিনাকে নিয়ে যদি কারও মায়াকান্না থাকে, তাহলে নরেন্দ্র মোদিকে সরিয়ে শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। তাঁর আরও মন্তব্য, উনি ভারতও রক্ষা করতে পারবেন আর তার সঙ্গে আপনাদের সেভেন সিস্টারও রক্ষা করতে পারবেন। উনি এখন ভারতে, আপনাদের কাছে ভালো সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করে দিন।’

Leave a comment