Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

হজের আবেদনের সময়সীমা বাড়ল

Bipasha Chakraborty

Published: 10 September, 2024, 08:32 PM
হজের আবেদনের সময়সীমা বাড়ল

                           প্রথম কিস্তিতে দিতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা


পুবের কলম প্রতিবেদক: ২০২৫ সালের অনলাইনে হজের আবেদনপত্র জমা দেওয়ার সময় বাড়ল। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হজের আবেদন করা যাবে বলে রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, হজের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে চলতি মাসের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।


তিনি জানান, এবছর প্রথম কিস্তির টাকা ১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা জমা করতে হবে। কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে টাকা জমা দেওয়ার সময় এখনও জানানো হয়নি। সময় জানিয়ে দিলে রাজ্য হজ কমিটি প্রত্যেক ডোমা অফিসার এবং এনজিও সংস্থার মাধ্যমে জানিয়ে দেবে। 


রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি জেলা সদর, ডোমা অফিসে হজের আবেদন প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি আবেদন পত্র জমা পড়েছে। রাজ্য হজ কমিটি দ্রুততার সঙ্গে কাজ করছে। হজযাত্রী বাড়ানোর লক্ষে জেলায় জেলায় চলছে কর্মসূচী।     

Leave a comment