Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

ইরানে ভয়াবহ দুর্ঘটনা, বাস উলটে নিহত ৩৫ পাকিস্তানি হজযাত্রী

Bipasha Chakraborty

Published: 21 August, 2024, 04:23 PM
ইরানে ভয়াবহ দুর্ঘটনা, বাস উলটে নিহত ৩৫ পাকিস্তানি হজযাত্রী
 
পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানে ভয়াবহ দুর্ঘটনা। ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি হজযাত্রী বোঝাই বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। অন্য একটি সূত্রে খবর মৃত্যু হয়েছে ২৮ জন হজযাত্রীর। মৃতরা 
 
বেশির ভাগই লারকানা, ঘোটকি ও সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা ছিলেন বলে খবর। লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি বলেছেন, ৩০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও মৃত্যু হয়েছে। 

জানা গেছে, হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর আহতদের ইয়াজদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইরানি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাসটি  জরাজীর্ণ। সেটি তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। তার পরে বাসটিতে আগুন ধরে যায়। বাসে ৫৩ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক দার দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য গভীর উদ্বেগ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে সঠিক পরিস্থিতি নিশ্চিত করতে এবং দ্রুত চিকিৎসা ত্রাণ ও পুনরুদ্ধার পরিষেবা প্রদানের পাশাপাশি মরদেহ পাকিস্তানে প্রত্যাবর্তনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছি। আমাদের দূতাবাস ইয়াজদ শহরের কর্তৃপক্ষের সঙ্গে সর্বক্ষণ

যোগাযোগ রাখছে। আমরা ইরান সরকারকে তাঁদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাই।

 

Leave a comment