Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মৃত নির্যাতিতার পরিবারকে কে খবর দিয়েছিল, হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানালো রাজ্য

Bipasha Chakraborty

Published: 13 August, 2024, 03:22 PM
মৃত নির্যাতিতার পরিবারকে কে খবর দিয়েছিল, হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানালো রাজ্য


 

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা। এদিকে হাসপাতালগুলিতে কর্মবিরতি অব্যাহত রয়েছে, অন্যদিকে চিকিৎসককে ধর্ষণ-খুনের এখনও রহস্যের জট কাটেনি। ঘটনা সূত্রে জানা গেছে, চিকিৎসকের মৃত্যুর কথা ফোন করে কেউ তার বাড়িতে জানিয়েছিল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে রাজ্য সরকার জানান, ফোন করা নিয়ে পরিবার যে দাবি করছে তা ঠিক। মৃতার পরিবারকে দুটো ফোন করা হয়েছিল। হাসপাতালের সহকারি সুপারই ফোন করে খবর দিয়েছিলেন নির্যাতিতার পরিবারকে।

একই সঙ্গে কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আরজিকর মামলার কেস ডায়েরি আদালতে জমা দিয়েছে রাজ্য সরকার। প্রধান বিচারপতির এজলাসে মঙ্গলবার আরজি করের চিকিৎসক মৃত্যু নিয়ে পাঁচটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। সকালে সেই শুনানিতে এই মামলা সংক্রান্ত কেস ডায়েরি দুপুর ১টার মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই মতোই রিপোর্ট জমা পড়ে। শুধু কেস ডায়েরি নয়, আরজি করের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগপত্র, নতুন নিয়োগপত্রও জমা করা হয় হাই কোর্টে। পুলিশ রিপোর্ট দিয়ে ঘটনার তদন্তের ব্যাখ্যা করে আদালতে। কোন সময় কী কী কাজ করা হয়েছিল তা বিস্তারিত তুলে দেওয়া হয়।

Leave a comment