Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মন্ত্রিসভায় রদবদল, বাড়তি দায়িত্ব একাধিক মন্ত্রীর

Bipasha Chakraborty

Published: 07 August, 2024, 08:58 PM
মন্ত্রিসভায় রদবদল, বাড়তি দায়িত্ব একাধিক মন্ত্রীর

 

পুবের কলম প্রতিবেদক:  ফের রদবদল করা হল রাজ্য মন্ত্রিসভায়। তিন মন্ত্রীকে বাড়তি দায়িত্ব দেওয়া হল। দফতর বদল করা হল এক মন্ত্রীর। তবে অখিল গিরির ছেড়ে যাওয়া কারামন্ত্রীর পদটি শূন্যই রয়ে গেল।  আপাতত কারা দফতর নিজের কাছেই  রাখলেন  মুখ্যমন্ত্রী।  এই দফতরের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। 

রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অনেকগুলি দফতর সামলান। তিনি রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব দফতরও তাঁর দায়িত্বে রয়েছে।

এবার পরিবেশ দফতরের দায়িত্বও দেওয়া হল চন্দ্রিমা ভট্টাচার্যকে। এই পরিবেশ দফতর এতদিন সামলাতেন মহম্মদ গোলাম রব্বানি। বুধবার তাঁর দায়িত্ব বদল করে অচিরাচরিত শক্তি দফতরে নিয়ে আসা হল। 

 নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের হাতে ছিল সেচ ও জল পথ পরিবহণ দফতর। লোকসভা ভোটে জিতে  ব্যারাকপুরের সাংসদ হওয়ায় তাঁকে ছাড়তে হয়েছে মন্ত্রিত্বপদ। এবার সেচ দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইয়া। এর সঙ্গে জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও তার হাতেই থাকবে।  উল্লেখ্য, এর আগে সেচ এবং জলসম্পদ উন্নয়ন দফতর একসঙ্গেই  এক মন্ত্রীর দায়িত্বে ছিল। 

বুধবার তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্প পুনর্গঠন দফতর দেওয়া হয়েছে। 

Leave a comment