Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা, সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Bipasha Chakraborty

Published: 01 September, 2024, 01:42 PM
হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা, সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ


আইভি আদক, হাওড়া:  নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় হাওড়া জেলা হাসপাতালের সুপারের পদত্যাগের দাবিতে উত্তেজনা। সুপারকে ঘিরেই তুমুল বিক্ষোভ। বিক্ষোভ দেখাচ্ছেন বাম যুব কর্মীরা। তাদের দাবি এই ঘটনায় সুপারকে অপসারণ করতে হবে। সুপার ডা: নারায়ণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলছে।

হাওড়া জেলা হাসপাতালে বাম নেত্রী দীপ্সিতা ধর। তিনি দাবি করেন আরজি করের পর এতবড় একটা ঘটনা। নিরাপত্তার দায়িত্ব তো পুলিশ প্রশাসনকেই নিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে।




রবিবার সকালে হাসপাতালের ইমারজেন্সি গেটের বাইরে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন DYFI. বাম নেতা বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন বিক্ষোভ কর্মসূচিতে। তাদের অভিযোগ, হাওড়া জেলা হাসপাতালে ১৩ বছরের নাবালিকার সাথে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। চিকিৎসারত অবস্থায় সিটি স্ক‍্যান করার সময় তার সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে কিন্তু সরকারি হাসপাতালে আবার এই ধরনের ঘটনায় সরকারি হাসপাতালে নিরাপত্তা কোথায় ? হাসপাতালে যদি এই ভয়ের পরিস্থিতি তৈরি হয় মহিলারা চিকিৎসা করাবেন কোথায় ? এই নিয়ে সুপারকে ঘেরাও করে বিক্ষোভ চলছে।

উল্লেখ্য, হাওড়া জেলা হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে রাতেই তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে।  হাওড়া জেলা হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে রাতে ১৩ বছরের এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের ওই অস্থায়ী কর্মী।

অভিযোগ, শিবপুরের বাসিন্দা ১৩ বছরের ওই কিশোরী গত ২৮ তারিখ নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিল হাওড়া জেলা হাসপাতালে। শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করেই ওই কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে অন্য এক রোগীর আত্মীয়ের কাছে সাহায্য চায়। বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসেন। এরপরেই খবর যায় এলাকায়। কিশোরীর পরিবার ও পরিজনেরা খবর পেয়ে পৌঁছে যান হাসপাতালে। প্রচুর মানুষ ছুটে আসেন ওই হাসপাতালে। চলছে বিক্ষোভ। অভিযুক্ত ওই হাসপাতাল কর্মীকে মারধরের চেষ্টা করেন উত্তেজিত মানুষ। হাসপাতালে পৌঁছায় হাওড়া থানার পুলিশ।

অভিযুক্ত ওই সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীকে জনতার রোশ থেকে উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।



 

Leave a comment