Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

Breaking: ২১শে জুলাই মঞ্চ পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়

Bipasha Chakraborty

Published: 20 July, 2024, 06:51 PM
Breaking: ২১শে জুলাই মঞ্চ পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়

 

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতি বছরের মতো এবছরেও  ২১শে জুলাই-এর মঞ্চ পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম। 

এবারের একুশে জুলাই অন্যতম বড় চমক মমতা সঙ্গে মঞ্চে থাকবেন অখিলেশ যাদব। এমনটাই তৃণমূল সূত্রে খবর। মঞ্চেও কিছু রদবদল করা হয়েছে। মঞ্চের প্রথম ভাগে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমন্ত্রিত অতিথিরা বসবেন। বাকি দুটি মঞ্চে থাকবেন সাংসদ, বিধায়করা। মুখ্যমন্ত্রীর জন্য পৃথক র‌্যাম্প এবং মন্ত্রীদের জন্য পৃথক র‌্যাম্প তৈরি হচ্ছে।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ বাঁধার কাজ চলছে। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রসহ একাধিক গেস্ট হাউসগুলিতে থাকতে শুরু করেছেন নেতাকর্মীরা। এবার একুশের মঞ্চ মজবুত করা হয়েছে। ব্যাকড্রপ অনেকটা মোটা করা হয়েছে। ৪০ ফুট বাই ৩০ ফুট। প্রতি বছরই ২১ শে জুলাইয়ের দিন ঝড়-বৃষ্টি হতে দেখা যায়। তাই সমস্ত কিছু বিবেচনা করে মূল মঞ্চ আরও চওড়া করা হচ্ছে। ১৩টি জায়ান্ট স্ক্রিন থাকছে। থাকছে চার হাজার স্বেচ্ছাসেবক।

এদিন সকালেই এক্স হ্যান্ডেলে ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় শহিদ স্মরণ তথা মামাটিমানুষ দিবস অনুষ্ঠানে বাংলার সমস্ত মানুষকে আমন্ত্রণ জানান। 

 

Leave a comment