Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

মোদির প্রচারের দিন থেকেই টানা দুমাস কলকাতার একাংশজুড়ে জারি ১৪৪ ধারা, ভোটের আগে মিটিং-মিছিল বন্ধ নির্দিষ্ট এলাকায়

Puber Kalom

Puber Kalom

Published: 25 May, 2024, 01:39 PM
মোদির প্রচারের দিন থেকেই টানা দুমাস কলকাতার একাংশজুড়ে জারি ১৪৪ ধারা, ভোটের আগে মিটিং-মিছিল বন্ধ নির্দিষ্ট এলাকায়

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের প্রচারে আগামী ২৮ মে কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন কলকাতা উত্তর কেন্দ্রে মোদির রোড শো করার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মিছিল করতে পারেন ওই কেন্দ্রে। ভোটের আবহে কলকাতার একাংশজুড়ে জারি হল ১৪৪ ধারা। টানা দুমাস ধরে এই নির্দেশ জারি থাকবে।

তবে পুলিশ কমিশনার যে এলাকায় ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী দুজনেরই রোড-শো বা পদযাত্রা ওই অংশ দিয়ে যাওয়ার কথা নয়। তাদের জন্য অন্য রুট নির্দিষ্ট আছে। পুলিশের বক্তব্য, এই ১৪৪ ধারা জারি একটি রুটিন। কলকাতা পুলিশের তরফে কমিশনার বিনীত গোয়েল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী ২৮শে মে থেকে ২৬শে জুলাই পর্যন্ত কলকাতার ওই নির্দিষ্ট এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা থাকবে।

তবে প্রধানমন্ত্রী আসার আগে কেন এত কড়াকড়ি? কলকাতার নগরপাল বিনীত গোয়েল নির্দেশে জানিয়েছেন, হিংসাত্মক কর্মসূচির ছক চলছে কলকাতায়। যার জেরে কলকাতার বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকা উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেকারণে এই দুমাস ওই নির্দিষ্ট এলাকায় মিটিং, মিছিল,রোড শো বা কোনও ধরনের জমায়েত করা যাবে না। কারও হাতে ধারালো অস্ত্র বা লাঠি জাতীয় কোনও কিছু থাকলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। এক্ষেত্রে রাজনৈতিক দলের মিছিল বা মিটিংকে সহজেই তারা 'টার্গেট' করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, সে কারণেই মিছিল মিটিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনস্বার্থে এই নির্দেশ।

তবে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অংশে ১৪৪ ধারা জারির নির্দেশ নতুন নয়। প্রতি দুমাস অন্তর ওই জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। দুমাস অন্তর ওই নির্দেশের পুনর্নবীকরণ করা হয়।
প্রসঙ্গত ১ জুন শেষ দফায় ভোট হবে কলকাতায়। ৪ জুন ফলাফল প্রকাশ হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মিছিল, মিটিং কিছুই হবে না ২৮ মে থেকে আগামী দু'মাস।

 

Leave a comment