Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

'রক্তের বদলা নেওয়া কর্তব্য', হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার হুঙ্কার খামেনির

Kibria Ansary

Published: 31 July, 2024, 10:02 PM
'রক্তের বদলা নেওয়া কর্তব্য', হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার হুঙ্কার খামেনির

তেহরান, ৩১ জুলাই: হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, হামাস নেতার রক্তের বদলা নেওয়া এখন ইরানের কর্তব্য।

গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথানুষ্ঠানে যোগ দেন ইসমাইল হানিয়া। বুধবার ভোরে তেহরানে তার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেন, গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে আসেন হানিয়া। এ সময় তিনি যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হলে শহীদ হন তিনি। ইরানের একজন প্রিয় অতিথির হত্যাকাণ্ডের জন্য গভীরভাবে শোকাহত দেশ। ইরানের সর্বোচ্চ নেতার কথায়, ‘হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া এখন ইরানের কর্তব্য।’ এজন্য তিনি ইসরাইলকে কঠিন শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

খামেনি বলেন, হানিয়া বহু বছর ধরেই ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছিলেন। এজন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। এমনকি এ সংগ্রামের জন্য তিনি তার কাছের মানুষ এবং সন্তানদেরও উৎসর্গ করেছেন। এত কিছুর পরও তিনি ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করতে ভয় পাননি। তবে ইসলামি প্রজাতন্ত্রের ভূখণ্ড ফিলিস্তিনের কঠিন সময়ে তাদের রক্তের প্রতিশোধ নেওয়া ইরানের কর্তব্য বলে মন্তব্য করেন খামেনি।

আজকের শিরোনাম - এর থেকে আরোও খবর

Blood revenge is a duty Khamenei vows to avenge Hania's murder Hania Killed

Leave a comment